ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা এবং ইউজিসি নেট কেলেঙ্কারি নিয়ে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। সেই বিতর্কের মাঝেই এবার উত্তরপ্রদেশ রাজ্যের সবচেয়ে বড় সরকারি চাকরির পরীক্ষা উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন (UPPSC) পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ ৬ জনকে গ্রেফতার করল স্পেশাল টাস্ক ফোর্স।
তদন্তকারীদের দাবি, উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের RO-ARO পরীক্ষার প্রশ্নফাঁসের যোগ রয়েছে মধ্যপ্রদেশের সঙ্গে। কেননা মধ্যপ্রদেশের এক ছাপাখানায় UPPSC পরীক্ষার প্রশ্নপত্র ছাপা হয়েছিল। জানা গিয়েছে ওই ছাপাখানারই এক কর্মী রাজীব নয়ন মিশ্রর দৌলতে ফাঁস হয় প্রশ্নপত্র। এরপর যথারীতি পরীক্ষার ৮ দিন আগেই তা পৌঁছে যায় পরীক্ষার্থীদের কাছে।
জানা গিয়েছে, গত ১১ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের একাধিক পরীক্ষাকেন্দ্রে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছিল। অভিযোগ ওঠে, এই সরকারি চাকরির পরীক্ষায় ব্যাপক কারচুপি হয়েছে। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। ২ মার্চ পুরো পরীক্ষাকে বাতিল করা হয়। এমনকী প্রশ্নফাঁসের তদন্তে গঠন করা হয় স্পেশাল টাস্ক ফোর্স।
সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ভোপালের ছাপাখানার কর্মী রাজীব নয়ন মিশ্র প্রশ্ন ছাপানোর সময়েই বাড়তি কপি ছাপিয়ে টাকার বিনিময়ে তা পড়ুয়াদের হাতে তুলে দেয়। এরপর গোটা ঘটনায় যুক্ত ১০ জনকে গ্রেফতার করে পুলিশ।