উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া নিয়ে জট কাটিয়ে সবে শুরু হয়েছে। এর মধ্যেই ফের মামলার খাড়া। এবার উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন মামলাকারীরা। সূত্রের খবর, মামলাটি গৃহীত হয়েছে এবং আগামী সপ্তাহেই শুনানি হবে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে।
মামলাকারীদের অভিযোগ,গত বৃহস্পতিবার উচ্চ প্রাথমিকের নতুন ইন্টারভিউ তালিকা প্রকাশিত হয়। তা খতিয়ে দেখে একাধিক বেনিয়ম চোখে পড়েছে। সে সবের উল্লেখ করে আদালতে অতিরিক্ত হলফনামা দেওয়া হয় মামলাকারীর তরফে। কিন্তু শুক্রবার মামলার শুনানিতে সেই হলফনামা গ্রহণ না করেই রায় দান করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এক মামলাকারীর আইনজীবী জানিয়েছেন, উচ্চ প্রাথমিকে নিয়োগে ভৌত বিজ্ঞানের তালিকায় বহু বেনিয়ম রয়েছে। তার পরও মামলাকারীদের হলফনামা গ্রহণ না করে এসএসসি-র তালিকায় সন্তোষ প্রকাশ করে স্থগিতাদেশ তুলে নিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাই তাঁরা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন। ফলে এখন ফের আশঙ্কার কালো মেঘ তৈরি হল চাকরিপ্রার্থীদের।