আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ফের নগ্ন রূপ প্রকাশ পেল যোগীর রাজ্যে। হাথরাসের ক্ষত এখনও দগদগে হয়ে রয়েছে মানুষের মনে। তার মধ্যেই যোগীরাজ্যে ফের এক দলিত তরুণীর ধর্ষণের ঘটনা সামনে এল। হাথরাসে উনিশ বছরের তরুণীর ঘটনার সঙ্গে মিল রয়েছে এই ঘটনারও। বুধবার রাতে বাড়ির অদূরেই একটি চাষের খেত থেকে ১৮ বছরের ওই যুবতীর মৃতদেহ উদ্ধার হয়। হাত দড়িতে বাঁধা ছিল। অটোপসি রিপোর্টে পুলিশ নিশ্চিত হয়েছে খুনের আগে ধর্ষণ করা হয় দলিত পরিবারের মেয়েটিকে। লখনউ থেকে ৪০ কিলোমিটার দূরে, উত্তরপ্রদেশের বারাবঙ্কি জেলার সাতরিখ থানা এলাকার টিপরি গ্রামে ঘটনাটি ঘটে।
এই ঘটনা আরও একটি বিষয় সামনে এনে দিল যে, যোগীর রাজ্যে নারীরা একেবারেই নিরাপদ নয়। আবার এই ঘটনায় তোলপাড় শুরু হয়েছে জাতীয রাজনীতিতে। যোগী প্রশাসন সামলাতে ব্যর্থ বলে আওয়াজ উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই মেয়েটির বাবা অভিযোগপত্রে জানান, বুধবার বিকেলে মেয়ে জমিতে গিয়েছিল ফসল কাটতে। অন্ধকার নামলেও মেয়ে ঘরে না ফেরায় সন্দেহ হয়। ওকে খুঁজতে জমিতে গিয়ে দেখি মেয়ে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছে। দুটো হাত দড়িতে আষ্টেপৃষ্ঠে বাঁধা। পরনের পোশাক ছিল ছেঁড়া। জমি থেকে উদ্ধার করে, স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে ওই তরুণীকে মৃত ঘোষণা করা হয়। পুলিশকেও ঘটনার খবর দেওয়া হয়। ময়নাতদন্তের রিপোর্ট উল্লেখ করে পুলিশ জানিয়েছে, দলতি তরুণীকে ধর্ষণের প্রমাণ মিলেছে। ধর্ষণের পর তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এই ঘটনার বিচার চেয়ে ফের উত্তাল যোগীর রাজ্য।
মৃত তরুণীর বাবার প্রতিক্রিয়া, আমার টাকা–পয়সা, ক্ষতিপূরণ লাগবে না। এই টাকা, ক্ষতিপূরণ আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিতে পারবে না। আমি একমাত্র ন্যায়বিচার চাই। দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত আমার শান্তি নেই।
পুলিশ সুপার অরবিন্দ চতুর্বেদী জানান, এফআইআরে দলিত তরুণীকে ধর্ষণ–খুনের অভিযোগ আনা হয়েছে। এই মামলার নিষ্পত্তিতে পুলিশের একাধিক টিম গঠন করা হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। পাশাপাশি ডগ স্কোয়াডকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। ফরেন্সিক টিম গিয়ে ঘটনাস্থল থেকে কিছু নমুনাও সংগ্রহ করেছে।
পুলিশ সূত্রে খবর, এফআইআরে প্রথমে খুনের ধারা দেওয়া হলেও পরে অটোপসির রিপোর্টের ভিত্তিতে ধর্ষণের ধারা যোগ করা হয়। পুলিশ সন্দেহভাজন দু’জনকে গ্রেপ্তার করেছে। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।
উল্লেখ্য, হাথরস মামলায় সিবিআইয়ের টিম চার অভিযুক্ত সন্দীপ, রবি, রামু ও লবকুশের পরিবারের লোকজনকে জেরা করেছে। ওই তরুণীর পরিবারের সদস্যদের ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।
