দেশ বিনোদন ব্রেকিং নিউজ

দেশের বৃহত্তম ফিল্মসিটির ঘোষণা

এখন সবচেয়ে চর্চিত বিতর্কিত খবর হল—মুম্বইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রি। যার ঝড় আছড়ে পড়েছে লোকসভাতেও। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করলেন দেশের মধ্যে বৃহত্তম ফিল্ম সিটি নির্মাণ করবেন তিনি। অত্যন্ত সুন্দর এই ফিল্ম সিটি হবে উত্তরপ্রদেশের গৌতমবুদ্ধ নগরে।
মেরঠ ডিভিশনের জনপ্রতিনিধি এবং সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠকে এই কথা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জানান, দেশে বর্তমানে একটি উন্নতমানের ফিল্মসিটির প্রয়োজন আছে। নয়ডা, গ্রেটার নয়ডা অথবা যমুনা এক্সপ্রেসওয়ের আশপাশের এলাকায় ফিল্মসিটির জন্য জমি খুঁজতে সরকারি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ।
তারপরই ফের বলিউডকে অপমান করে যোগীর সমর্থনে সুর চড়ালেন কঙ্গনা রানাওয়াত। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে কটাক্ষ করে ঝুঁকলেন তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে। যদিও তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’–তে তাঁকে দেখা যাবে মূল চরিত্রে। তবে বলিউডে কোণঠাসা বলেই কি এবার দক্ষিণী ইন্ডাস্ট্রির দিকে পাল্লা ভারী করলেন কঙ্গনা? উঠছে প্রশ্ন।
এদিন তিনি নির্দেশ দেন, নয়ডা এবং গ্রেটার নয়ডা এলাকায় বিল্ডিং নির্মাতা এবং ক্রেতাদের মধ্যে যে সংঘাত দেখা দেয়। তাই ক্রেতা সুরক্ষা বজায় রাখার জন্য তাঁর সরকারের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। ফ্ল্যাট প্রস্তুত হয়ে গেলে তার রেজিস্ট্রি করিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এই ফিল্ম সিটি কবে হবে তা নিয়ে কোনও কিছু উল্লেখ করা হয়নি।
তবে কঙ্গনা বলেন, ‘‌লোকে ভাবে যে দেশের বিনোদন জগতের শীর্ষে অবস্থান করছে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি। কিন্তু সেটা ভুল! তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি দেশের বিভিন্ন আঞ্চলিক ভাষায় সিনেমা প্রয়োজনা করে নিজেদের উচ্চতার শিখরে নিয়ে গিয়েছে। অনেক হিন্দি সিনেমারই তো শুটিং হয়েছে রামোজি ফিল্ম সিটিতে।’‌ এছাড়া টুইট করে তিনি নেপোটিজম, ড্রাগ মাফিয়া থেকে শুরু করে দেশীয় বিনোদন জগতে বিদেশী সিনেমার আস্ফালনের কথা উল্লেখ করে সন্ত্রাসবাদ বলেও তোপ দেগেছেন।
এই ফিল্ম সিটি তৈরির জন্য মুখ্যমন্ত্রী বিধায়ক–সাংসদদের সঙ্গে কথা বলেছেন। তাঁদের পরামর্শ চেয়েছেন। কোনও উন্নয়নের কাজে যেন বাড়তি সময় নেওয়া না হয় সে বিষয়ে সতর্ক করেছেন যোগী আদিত্যনাথ।