জেলা ব্রেকিং নিউজ

বামনেতার অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য হাওড়ায়

এক বামপন্থী নেতার অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে ।  সম্প্রতি হাওড়ায় ছাত্রনেতা আনিশ খান এর পর আবার খুন। এই পরিস্থিতিতেই ফের এক বামপন্থী কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হাওড়া ।

জানা গেছে, মৃতের নাম সৌমেন কুন্ডু । তিনি হাওড়া ৫৮ নম্বর বাসস্ট্যান্ডের ছোট ভট্টাচার্য্য পাড়া এলাকার সিপিআইএম শাখার সম্পাদক ছিলেন । সুত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে আবাদা স্টেশনের কাছে রেল লাইনের ধার থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করেন রেল পুলিশ । রাতেই রেল পুলিশের পক্ষ থেকে পরিবারকে ফোন করে তাঁর দেহ উদ্ধারের খবর জানানো হয় ।

পরিবার সূত্রে খবর, মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা নাগাদ তিনি সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন । বাড়িতে বলে যান দুপুরে সে খেতে আসবে না । তবে মাঝে একবার তার সঙ্গে কথা হলেও তারপর থেকে আর ফোনে পাওয়া যায়নি তাকে । সন্ধ্যেবেলা তিনি একবার চা খেতে বাড়িতে আসতেন । সেদিন তাও আসেননি তিনি । অনেক রাত পর্যন্ত বাড়ি না ফেরায় পুলিশের দারস্থ হন পরিবার। কিন্তু রেল লাইনের পাশে কিভাবে তার দেহ পৌঁছলো তা নিয়ে রহস্য দানা বাঁধছে । পরিবারের তরফে চ্যাটার্জিহাট থানায় নিখোঁজের অভিযোগ জানানো হয় ।

পরিবারের দাবি এটি কোন দুর্ঘটনা নয় ,আনিশের মতোই খুন করা হয়েছে তাকে । প্রসঙ্গত, গত সপ্তাহে আমতা থানা এলাকায় খুন করা হয় ছাত্রনেতা আনিশকে।