ব্রেকিং নিউজ রাজ্য

ধূপগুড়ি উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী বাছাই নিয়ে কোন্দল, দুই গোষ্ঠীর হাতাহাতি

ভোটের আগেই শুরু হয়েছে গৃহযুদ্ধ। ধূপগুড়িতে বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূলের দুই গোষ্ঠীর কলহ বিবাদ এবার পার্টি অফিস থেকে এসে পড়েছে রাস্তায়। বৃহস্পতিবার রাতে ধূপগুড়িতে জাতীয় সড়কের উপরে তৃণমূলের দুই গোষ্ঠী দীর্ঘ সময় ধরে হাতাহাতি করল। প্রার্থীপদ নিয়ে ধূপগুড়ির একটি লজের মধ্যে শুরু হওয়া দুই গোষ্ঠীর কোন্দল লজের মধ্যে আটকে থাকে নি। প্রথমে ধূপগুড়ি বাজারে বড় আকার নেয় গোষ্ঠীদ্বন্দ্ব। অবশেষে শুম্ভ-নিশুম্ভ যুদ্ধ বেধে যায় এবং দুই গোষ্ঠীর মারামারি দীর্ঘক্ষণ ধরে চলে জাতীয় সড়কের ওপর, যার ফলে অবরুদ্ধ হয়ে যায় জাতীয় সড়ক, দেখা দেয় যানজট।

শিয়রে ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন আর প্রার্থী বাছাই অর্থাৎ প্রার্থী কে হবেন তা নিয়ে তৃণমূলের দলীয় স্তরে দীর্ঘদিন ধরেই ছিল মতানৈক্য। একাধিক শিবির ও একাধিক প্রার্থী শেষ মুহূর্তে বিধায়ক পদের লড়াইয়ের জন্য দলীয় ছাড়পত্র পেতে উদগ্রীব থেকেছে। দুটি আলাদা আলাদা গোষ্ঠী বেশ কিছুদিন আগেই নিজের মত করে গুটি সাজাতে আরম্ভ করেছিল। বিষয় আরও ঘোরালো হয়ে ওঠে ভোট গ্রহণের দিনক্ষণ ঘোষণা হওয়ার বেশ কয়েকদিন আগে থেকে।

জুলাই মাসের ২৫ তারিখে ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায় কলকাতায় বিধানসভা অধিবেশনে যোগ দিতে গিয়ে প্রয়াত হন। কার্যত তখন থেকেই তৃণমূলের একাধিক গোষ্ঠী দলীয় প্রার্থীপদ পেতে সক্রিয় হয়ে ওঠে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই দলের মধ্যেই উত্তেজনার পারদ বাড়ছে। ৫ সেপ্টেম্বর ধূপগুড়ি উপনির্বাচন। আগামী ১৭ তারিখ ধূপগুড়ি উপনির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। বিরোধীপক্ষের বিরুদ্ধে ভোটের প্রচারে নামার আগেই তৃণমূলের নিজেদের মধ্যে কলহ বিবাদে মেতে ওঠার আশঙ্কা ছিল। বৃহস্পতিবার রাতেই সম্ভবত তার একপ্রস্থ বহিঃপ্রকাশ হল। ধূপগুড়িতে নিজেদের মধ্যেই হাতাহাতিতে জড়ালেন তৃণমূলের দুই গোষ্ঠীর সমর্থকরা।