দ্বিতীয় দফার ভোটে সকাল থেকেই বালুরঘাটে দফায় দফায় অশান্তি। এখনও পর্যন্ত সব থেকে বেশি অভিযোগ জমা পড়েছে বালুরঘাট থেকে। এদিন সকালেই বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সঙ্গে তো তৃণমূল কর্মী এবং পুলিশের বচসা হয়েছে।
এবার বিজেপির এক কর্মীকে চড় মারার অভিযোগ উঠল মহিলা তৃণমূল কর্মীর বিরুদ্ধে। বালুরঘাট পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে ভোট দিতে আসা এক মহিলা বিজেপি কর্মীকে চড় মারার অভিযোগ উঠেছে তৃণমূলের মহিলা কর্মীর বিরুদ্ধে। তিনি আবার তৃণমূলের ওয়ার্ড সভাপতির স্ত্রী। ইতিমধ্যেই গোটা ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।
যেখানে দেখা যাচ্ছে, হেঁটে এসে ভিডিও করতে থাকা এক বিজেপি কর্মীকে কার্যত চড় মারছেন তিনি। অন্যদিকে, বালুরঘাটের তপনে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে। রামপুরা ও কৃষ্ণবাটি বুথে টাকা নিয়ে বাড়িতে বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।