শুক্রবার রাত থেকে মণিপুরে ফের নতুন করে অশান্তি ছড়িয়েছে রাজ্য জুড়ে। দফায় দফায় সংঘর্ষ, আগুন লাগানো ও গুলি চালানোর খবর মিলেছে। পুলিশ ও সেনা সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে মণিপুরের কাওয়াকতা ও কাঙ্গভাইয়ে গুলি চলে। শনিবার ভোর অবধি দফায় দফায় গুলি চলার খবর মেলে। একাধিক জায়গায় ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়ারও খবর মিলেছে।
ইম্ফলের অ্যাডভান্স হাসপাতালের কাছে অবস্থিত প্যালেস চত্বরে আগুন লাগিয়ে দেওয়া হয়। গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ র্যাফ নামানো হয়। বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছোড়া হয় কাঁদানে গ্যাস ও রবার বুলেট। এর আগে মঙ্গলবার রাতে একবার উত্তপ্ত হয়ে ওঠে মণিপুরের কাংপোকপি জেলার খামেনলোক গ্রাম। চলে গুলি।
গুলিতে অন্তত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহত হয়েছেন অনেকেই। এখনও পর্যন্ত সংঘর্ষে মৃত্যু হয়েছে ৮৪ জনের। এদিকে এই ঘটনার পর থেকে খামেনলোক গ্রামের ৫ জন নিখোঁজ। অন্যদিকে, মণিপুরে নতুন করে অশান্তি শুরুর পরেই ইম্ফল পূর্ব এবং ইম্ফল পশ্চিম জেলায় কারফিউর সময়সীমা কমিয়ে সকাল ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত করা হয়েছে।