আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

কলকাতায় বাংলাদেশের সাংসদের অস্বাভাবিক মৃত্যু: খুনের অভিযোগে গ্রেফতার ৩

চিকিৎসার জন্য কলকাতায় এসে রহস্যজনক ভাবে মৃত্যু হয় বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের। গত ৮ দিন ধরে নিখোঁজ থাকার পর ওই সাংসদের খোঁজে তদন্ত শুরু করে বাংলাদেশ দূতাবাস ও কলকাতা পুলিশ। এরপর নিউটাউনের অভিজাত আবাসন থেকে উদ্ধার হয় বাংলাদেশের সাংসদের দেহ।

এবার আনোয়ারুল আজিমকে খুনের ষড়যন্ত্রে জড়িত থাকার সন্দেহে বাংলাদেশ থেকে গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। ইতিমধ্যেই ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে বাংলাদেশের পুলিশ।

বুধবার সাংবাদিক বৈঠকে করে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেণ, “এই ঘটনার তদন্তে ভারত আমাদের সবরকমভাবে সাহায্য করছে। কলকাতার একটি বাড়িতে ওনাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। কী কারণে তাঁকে খুন করা হল তা জানতে ভারতের সঙ্গে আমরা যৌথভাবে কাজ করছি।”