দেশ ব্রেকিং নিউজ

আসতে চলেছে আনলক–৫

বুধবার শেষ হচ্ছে আনলক–ফোর। আর বৃহস্পতিবার, ১ অক্টোবর থেকেই চালু হয়ে যাবে আনলক–৫। বুধবার সন্ধ্যার মধ্যে যে কোনও সময়ে জারি হয়ে যেতে পারে এই দফার আনলক পর্বের নির্দেশিকা। স্বাভাবিকভাবেই এখন মানুষের মনে প্রশ্ন জাগছে, আর কী কী ছাড় পাবে?‌
যদিও ছাড়ের মাত্রা অনেকটাই বাড়ে চতুর্থ দফার আনলকে। দেশের বিভিন্ন শহরে চালু হয় মেট্রো চলাচল। উৎসবের মরশুমের কথা মাথায় রেখে পঞ্চম দফার আনলকে ছাড়ের মাত্রা আরও বাড়াতে পারে কেন্দ্র।
ইতিমধ্যেই চারটি পর্যায়ে দেশজুড়ে শিল্পোৎপাদন, বিকিকিনি সবেতেই ছাড় মিলেছে। খুলে গিয়েছে শপিং মল, জিম, রেস্তোরাঁ। সূত্রের খবর, অর্থনৈতিক ক্ষেত্রে কোনও বাধা রাখতে চাইছে না কেন্দ্র। সাত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে এই বিষয়টির ওপরেই জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।
পঞ্চম পর্যায়ে সিনেমা হল খোলা হতে পারে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১ অক্টোবর থেকে স্বাস্থ্যবিধি মেনে সিনেমা হল খোলার অনুমতি দিয়েছেন। সূত্রের খবর, নিউ নর্মালে সিনেমা হলের আসনসজ্জা কেমন হবে, তা নিয়েও নীল নকশা কেন্দ্রের কাছে জমা পড়েছে।
লকডাউনের সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়েছে দেশের পর্যটনে। পর্যটনের ক্ষেত্রে অনেক বেশি করে ছাড় মিলতে পারে বলে ইঙ্গিত দিচ্ছে সংশ্লিষ্ট মহল।
নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খোলার নির্দেশ চতুর্থ দফার আনলক পর্ব থেকেই দিয়ে দিয়েছে কেন্দ্র। সূত্রের খবর, সেই নির্দেশই বহাল থাকবে। প্রাথমিকের পড়ুয়াদের জন্য স্কুল এখনও বন্ধই থাকবে। অনলাইন শিক্ষাতেই জোর দেওয়া হবে।