দেশ ব্রেকিং নিউজ

হাতি হত্যায় তদন্তের নির্দেশ

অবশেষে হাতি হত্যায় নড়েচড়ে বসল কেন্দ্র। কেরলে বিস্ফোরক ঠাসা আনারস খাইয়ে গর্ভবতী হাতি খুনের ঘটনা কোনওমতেই বরদাস্ত করা হবে না বলে জানাল কেন্দ্র। কেন্দ্রীয় সরকার এই ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। এই ঘৃণ্য অপরাধ ভারতীয় সংস্কৃতির বিরোধী বলে মন্তব্য করেছেন তিনি। কেরলের মালাপ্পুরমে বাজিভরা আনারস খাইয়ে হত্যা করা হয়েছিল এক মা হাতি ও তাঁর গর্ভে থাকা সন্তানকে। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই নিন্দায় গর্জে উঠেছিল গোটা দেশ। ধিক্কার দিয়েছেন সাধারণ মানুষও।
কেরলের হাতি হত্যার ঘটনা এক বনকর্মীর পোস্টের জেরে প্রকাশ্যে আসে। বুধবারই কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন অপরাধীদের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। বন দপ্তর এই ঘটনার তদন্ত করছে বলে জানান বিজয়ন। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর ট্যুইট করে জানান এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকারও।
উল্লেখ্য, কেরলে বিস্ফোরক ভরা আনারস খাইয়ে গর্ভবতী হাতি খুনের ঘটনায় অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। জাভড়েকর তাঁর ট্যুইটে এটি কেরলের মাল্লাপুরমের ঘটনা বলে উল্লেখ করেছেন। অথচ আসলে তা ঘটেছে কেরলের পালাক্কাড় জেলায়। ফলে তাঁর সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।