লিড নিউজ

শিল্পীদের জন্য বিশেষ ভাতা কেন্দ্রের

লকডাউনে বিভিন্ন অফিস, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং বন্ধ কলাকেন্দ্রগুলি। ফলে নেই কোনও অনুষ্ঠান। এই আর্থিক সংকটে পড়ে থাকা শিল্পীদের একমাত্র রোজগারের পথ নাচ–গান বা বাদ্যযন্ত্রের প্রশিক্ষণ দেওয়া। তাঁদের কথা মাথায় রেখেই এবার সাহায্য করার কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল প্রত্যেক জোনাল অফিসকে নির্দেশ দিয়েছেন, যে সব শিল্পীর নাম মন্ত্রকের তালিকায় নথিভুক্ত নেই অথচ লকডাউনের জন্যে ক্ষতির মুখে পড়েছেন, তাঁদেরও যথাযথ আর্থিক সাহায্য দেওয়া হবে। মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকদের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সংবাদসংস্থা পিটিআই–কে দেওয়া সাক্ষাত্‍কারে প্রহ্লাদ প্যাটেল জানান, ‘আমি মন্ত্রকের অধীনে থাকা প্রত্যেক জোনাল অফিসকে নির্দেশ দিয়েছে। সারা দেশে যত শিল্পী আছেন এবং যাঁদের আর্থিক সংকট দেখা দিয়েছে লকডাউনের কারণে। তাই তাঁদের প্রত্যেককে আর্থিক সাহায্য করতে হবে।’