ব্রেকিং নিউজ রাজ্য

অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

সাত সকালে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার কোতুলপুর থানার অন্তর্গত বনমুখা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়।

স্থানীয় সূত্র জানা গেছে, বনমুখা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পুকুরপাড়ে একটি গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ প্রথম দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এলাকায় এই খবর ছড়িয়ে পড়তে সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় কোতুলপুর থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

তবে ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করে এখানে নিয়ে এসে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে নাকি এখানে এসে তিনি নিজেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এর পেছনে ঠিক কি রহস্য রয়েছে তার তদন্ত শুরু করেছে কোতুলপুর থানার পুলিশ।