এবার চাঞ্চল্যকর রিপোর্ট দিল রাষ্ট্রপুঞ্জ। এই করোনা অতিমারি দক্ষিণ এশিয়ায় এক গভীর ক্ষত সৃষ্টি করেছে। যে অঞ্চল তার দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য পরিচিত হয়ে উঠছিল, সেই অঞ্চল ২০২০ সালে সবচেয়ে বাজে ফল করল। এক রিপোর্টে রাষ্ট্রপুঞ্জ এই কথা বলেছে। ওই অঞ্চলে কয়েক দশক ধরে যে উন্নয়ন চলছে, তাকে নস্যাৎ করে দিয়ে বেড়েছে বেকারত্ব। এই রিপোর্টে সতর্ক করে দেওয়া হয়েছে।
রাষ্ট্রপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক বিষয় সংক্রান্ত বিভাগের ‘বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি এবং সম্ভাব্য ভবিষ্যৎ’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে করোনা অতিমারির জন্য বেকারত্বের উচ্চ হার ২০২১ সালেও অব্যাহত থাকবে। চাকরি হারানোর ফলে বিশ্বজুড়ে ২২৭ কোটি শ্রমিক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আয়ের পথে ফিরতে, সামাজিক নিরাপত্তার সুবিধাসমূহ ফিরিয়ে দিতে এবং শিক্ষা, দারিদ্র্য দূরীকরণ এবং সামাজিক সমতার লক্ষ্যে পৌঁছতে ভারত–সহ যে সব দেশে অসংগঠিত শ্রমিকের সংখ্যা বেশি, তাদের শ্রম–বাজার ধরে রাখার প্রয়োজন রয়েছে।
কাজের সময় কতটা কমেছে সেটা ধরে কাজ হারানো মানুষের সংখ্যা হিসাব করে আইএলও। আইএলও হিসাব করে দেখিয়েছে, ২০২০ সালে সারা বিশ্বে ২৫ কোটি ৫০ লক্ষ লোক কাজ হারিয়েছেন, তার মধ্যে দক্ষিণ এশিয়াতেই কাজ হারানো মানুষের সংখ্যা ৮ কোটি। রাষ্ট্রপুঞ্জের ওই রিপোর্টে বলা হয়েছে, এই সংকট উন্নয়নশীল দেশগুলির শ্রম বাজারকে ধসিয়ে দিয়েছে। ২০২০ সালের মাঝামাঝি সময়ে বেকারত্বের হার দ্রুত রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছিল—নাইজেরিয়া ২৭%, ভারত ২৩%, কলোম্বিয়া ২১%, ফিলিপাইনস ১৭% এবং আর্জেন্তিনা, ব্রাজিল, চিলে, সৌদি আরব ও তুরস্ক ১৩%–এর বেশি।