দেশ ব্রেকিং নিউজ

দেশে বাড়ল বেকারত্বের হার

আবার দেশে বেকারত্বের হার বাড়ল। কেন্দ্রীয় সরকার এই পরিস্থিতির জন্য করোনা ইস্যুর ধোঁয়া তুলে ধরে নিজেদের ব্যর্থতাকে ঢাকতে চাইছে। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি’‌র (সিএমআইই) মতে, সদ্য শেষ হওয়া অক্টোবর মাসে ভারতের শহুরে এবং গ্রামীণ‌— উভয় ক্ষেত্র মিলিয়ে সার্বিক বেকারত্বের হার বৃদ্ধি পেয়েছে। অক্টোবরে ভারতের বেকারত্বের হার দাঁড়িয়েছে ৬.৯৮ শতাংশ। সেপ্টেম্বরে যা ছিল ৬.৬৭ শতাংশ। এটা অত্যন্ত উদ্বেগের বিষয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
সিএমআইই সমীক্ষকদের মতে, অক্টোবর মাসে কৃষিক্ষেত্রে বৃদ্ধির লক্ষণ দেখা গেলেও গ্রামাঞ্চলে বেকারত্ব বৃদ্ধি পেয়েছে। একমাসে বেকারত্বের হার ৬.৯ শতাংশে দাঁড়িয়ে থাকলেও আগের মাসের তুলনায় তা বৃদ্ধি পেয়েছে যথেষ্ট। সেপ্টেম্বর মাসের তুলনায় যা ১.০৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে গত মাসে শহুরে এলাকায় বেকারত্ব ছিল ৭.১৫ শতাংশ, সেপ্টেম্বর মাসে যা ছিল ৮.৪৫ শতাংশ।
উল্লেখ্য, বেকারত্বের হার বৃদ্ধি পেলেও অক্টোবর মাসে পণ্য এবং পরিষেবা কর (জিএসটি) সংগ্রহ গত আটমাসে সব থেকে বেশি বলে জানিয়েছে অর্থমন্ত্রক। এমনকী মন্ত্রক জানায়, ফ্রেব্রুয়ারির পর এই প্রথম মাসিক জিএসটি সংগ্রহ ১ লক্ষ কোটি ছাড়িয়েছে। পশ্চিমবঙ্গ অবশ্য সব রাজ্যের থেকে এগিয়ে রয়েছে। করোনা পরিস্থিতিতে এটা একটা নজির।
তবে শুধু করোনা–কাঁটা নয়, তার আগে থেকেই ভারতে বেকারত্বের হার ক্রমশ বেড়েই চলেছিল। গত মার্চ মাসে সিএমআইই’‌র প্রকাশিত রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ভারতে বেকারত্বের হার পৌঁছেছে ৭.৭৮ শতাংশ, যা আগের চার মাসের মধ্যে সর্বাধিক।