রাজ্য লিড নিউজ

পোশাক খুলে ‘হট নাচের’ আবদার! নাকচ করায় নন্দকুমারে শিল্পীদের ‘মারধর’

নাচের অনুষ্ঠানে মারধর মহিলা শিল্পীদের। অভিযোগ ক্লাব কর্তৃপক্ষের আবদার ছিল জামা খুলে নাচতে হবে, যা প্রত্যাখ্যান করায় গ্রিন রুমে নিয়ে গিয়ে মারা হয়েছে নৃত্যশিল্পীদের। ঘটনাটি পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের ঠেকুয়া বাজার সংলগ্ন একটি ক্লাবের অনুষ্ঠানকে ঘিরে।

‘হট নাচের’ দাবি জানানো সোনার বাংলার ক্লাবের সদস্যরা মদ্যপ অবস্থায় ছিল বলে জানিয়েছেন নৃত্য প্রদর্শনে আসা শিল্পীরা। এক মহিলা শিল্পী জানান, “নন্দকুমারের ঠেকুয়া বাজারের একটি ক্লাব আমাদের নাচের জন্য বুক করে। সন্ধ্যা ৭টায় আমরা অনুষ্ঠানস্থলে পৌঁছে যাই এবং টানা তিন ঘণ্টা আমরা অনুষ্ঠান করি। এরপর তাঁদের অনুরোধে আরও বেশ খানিকটা সময় আমরা নাচগান করেছিলাম। এর পরেই একাধিক ক্লাব সদস্য আমাদের অশ্লীল নাচের জন্য জোরাজুরি করতে থাকেন। আমরা প্রতিবাদ করতেই গ্রিন রুমে ঢুকে আমাদের ওপর হামলা চালানো হয়।”

এই অভিযোগ উড়িয়ে দিয়ে ক্লাবের এক সদস্যের দাবি, “অশ্লীল নাচের দাবি করা হয়নি। নাচের জন্য নির্ধারিত সময়ের কম অনুষ্ঠান করার পাশাপাশি টাকাপয়সা নিয়েও সমস্যা হয়। এই নিয়ে বাগ্‌‌বিতণ্ডা চলার সময় নাচের দলের হামলায় ক্লাবের এক সদস্যের পা ভেঙেছে। তাঁকে তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।”

ঘটনার অভিযোগে ইতিমধ্যেই দুজন ক্লাব সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা প্রসঙ্গে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌমদীপ ভট্টাচার্য জানিয়েছেন, “মামলা রুজু হয়েছে। আমরা দু’জনকে গ্রেফতার করেছি। বাকিদের কেউ খারাপ আচরণ করেছেন কি না জিজ্ঞাসাবাদ চলছে।”