ব্রহ্মপুত্র নদের নিচে ‘আন্ডারওয়াটার রোড-রেল টানেল’ করার জন্য কেন্দ্রের কাছে প্রস্তাব জমা দিয়েছিল অসম সরকার। এবার সেই প্রস্তাবেই সায় মিলল কেন্দ্রের। ইতিমধ্যেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জানিয়েছেন, এই টানেল গড়ার জন্য প্রয়োজনীয় অনুমোদন দেবে কেন্দ্রীয় সরকার।
জানা গিয়েছে, ব্রহ্মপুত্রের নিচে ওই টানেল করা হবে নগাঁও এলাকা থেকে। সেখানের কালিবর চা বাগান থেকে জামুগুড়ি পর্যন্ত ওই টানেল করার প্রস্তাব দেওয়া হয়েছে। ব্রহ্মপুত্র নদের নিচে ওই টানেল করতে খরচ হবে প্রায় ৭ হাজার কোটি টাকা। সেখানে রেল এবং সড়ক দুই রকম টানেলই থাকবে। আর এই কাজ শুরু হওয়ার আড়াই বছরের মধ্যে তা সম্পূর্ণ করা হবে বলেই মনে করা হচ্ছে।
সূত্রের খবর, ‘আন্ডারওয়াটার রোড-রেল টানেল’ হবে প্রায় ১০ কিলোমিটার লম্বা। কেন্দ্রীয় রেলমন্ত্রক, সড়ক পরিবহন মন্ত্রক এবং বর্ডার রোড অর্গানাইজেশন ওই টানেল তৈরি করবে। সেখানে সমান্তরালভাবে তিনটি টানেল থাকবে। একটি রেলপথ, একটি সড়ক পথ এবং অন্যটি হল ‘এমারজেন্সি’। এই টানেল করা হলে সেটাই হবে জলের নিচে দেশের প্রথম রোড-কাম-রেল টানেল। যেখানে ভারী যানবাহন এবং সেনার ভারী কনভয়ের গাড়ি ছাড়াও অন্য গাড়ি ৮০ কিলোমিটার গতিতে ছুটতে পারবে। অসমের ৫৪ নম্বর এবং ৩৭ নম্বর জাতীয় সড়কের মধ্যে যোগাযোগ রক্ষা করতে পারবে ওই টানেল। চলতি বছরের ডিসেম্বর মাসেই ওই টানেলের কাজ শুরু করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলেই জানা গিয়েছে।