নির্ধারিত সূচি মেনে কড়া নিরাপত্তা বেষ্টনীতে শুরু হল ৪ পুর-নিগমের ভোট গণনা। প্রতিটি স্ট্রং রুমে রয়েছে ত্রিস্তরীয় সশস্ত্র রাজ্য পুলিশের নিরাপত্তা বলয় ও সিসিটিভির নজরদারি। গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি রয়েছে ১৪৪ ধারা।
প্রসঙ্গত, শেষ পুর-নির্বাচনে উত্তরবঙ্গের শিলিগুড়ি পুর-নিগম ছিল বামেদের দখলে। সেসময় কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া করে বোর্ড দখল করে বামেরা। শিলিগুড়িতে মোট ওয়ার্ড সংখ্যা ৪৭ টি। বামেরা জেতে ২৩ টি, তৃণমূল ১৭ টি, কংগ্রেস ৪ টি, বিজেপি ২ টি এবং নির্দল ১ টি। মেয়র হন সিপিএমের অশোক ভট্টাচার্য। তবে গত কয়েক বছরে সারা রাজ্যের মত শিলিগুড়িতেও বদলেছে রাজনৈতিক সমীকরণ। বিধানসভা ভোটে দেখা উত্তরবঙ্গে প্রধান শক্তি হয়ে উঠেছে বিজেপি। এবার তৃণমূল গৌতম দেবকে মুখ করে শিলিগুড়ি পুর-নির্বাচনে লড়ছে।
অপরদিকে পশ্চিম বর্ধমানের অন্তর্গত আসানসোল কর্পোরেশনের ভৌগলিক এলাকা কলকাতার চেয়েও বড়। এখানে মোট ওয়ার্ড ১০৬টি। গতবার তৃণমূল জিতেছিল ৭৬টি, বামেরা ১৭টি, বিজেপি ৮ টি, কংগ্রেস ৩ টি ও নির্দল ২ টি। রাজনৈতিক সমীকরণ এখানেও বদলেছে। তৃণমূলের মেয়র ছিলেন জিতেন্দ্র তিওয়ারি। তিনি এখন বিজেপির মুখ। অপরদিকে আসানসোলের বিজেপি সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ছেড়েএখন তৃণমূলে।
হুগলির চন্দননগর কর্পোরেশনে মোট ওয়ার্ড ৩৩টি। গতবার তৃণমূল পায় ২১টি, বামেরা ৮ টি, বিজেপি ১ টি এবং নির্দল ৩ টি। ঘটনা হল, চন্দননগর বোর্ডের মেয়াদ ফুরোনোর কথা ছিল ২০২০ সালে। কিন্তু ব্যাপক দুর্নীতির অভিযোগ এবং তা নিয়ে শাসকদলের তীব্র কোন্দলে নবান্ন একপ্রকার বোর্ড ভেঙে দিতে বাধ্য হয়। তারপর থেকে প্রশাসক নিয়োগ করে কাজ চালানো হয়।
বিধাননগর-সল্টলেক, রাজারহাট নিউটাউন নিয়ে তৈরি হওয়া বিধাননগর কর্পোরেশনে মোট ওয়ার্ড ৪১টি। গত ভোটে ৩৭ টি ওয়ার্ড জিতেছিল তৃণমূল, বামেরা ২ টি এবং কংগ্রেস পায় ২ টি। ৪ টি কর্পোরেশন এর মধ্যে রাজনৈতিক সমীকরণ সবচেয়ে বদলেছে বিধাননগর কর্পোরেশনে। শেষ পুর-নির্বাচনে সব্যসাচী দত্ত ছিলেন বিধান নগর কর্পোরেশনের মেয়র। এরপর বোর্ডের অনাস্থা পরিস্থিতিতে ইস্তফা দেন সব্যসাচী দত্ত। মমতা বন্দ্যোপাধ্যায় মেয়র করেন তাঁর দীর্ঘদিনের আস্থাভাজন কৃষ্ণা চক্রবর্তীক। অতঃপর সব্যসাচীর বিজেপিতে যোগদান, তারপর ফের তৃণমূলে প্রত্যাবর্তন এবং এই নির্বাচনে ফের তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। তাই এই মুহূর্তে লবণহ্রদে কান পাতলে একটাই প্রশ্ন, যদি তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা পায় তবে বিধাননগর কর্পোরেশনের মেয়র কে হতে চলেছেন?