শুক্রবার থেকে শুরু হল ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রাঁচিতে নেমেছে রোহিত বাহিনী। এই ম্যাচে জিতলে সিরিজ পকেটে পুরবেন তারা। সিরিজ জিততে হলে এই ম্যাচে ভারতকে হারাতেই হবে স্টোকস আর্মিকে। প্রায় একদশক ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায়নি তারা। এই পরিস্থিতিতে দুটি দলের কাছে রাঁচি টেস্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
এই ম্যাচে ভারতীয় দলে অভিষেক হয় আকাশ দীপের। সকালে তার হাতে জাতীয় দলের টুপি তুলে দেন ভারতের কোচ ও প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড়। প্রথম দিনেই বল হাতে নজর কাড়লেন বাংলার পেসার। প্রথম সেশনে ১১৫ রানে ৫ উইকেট খুইয়ে বেকায়দায় পড়ে গিয়েছিল ইংরেজরা। বাংলার পেসার ছাড়া বাকি দুটি উইকেট পেয়েছেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রণ অশ্বিন। জনি বেয়ার্স্ট্রোর উইকেট নিয়ে নয়া নজির গড়েছেন ভারতের স্পিনার। কারণ টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে শততম উইকেটের মালিক হলেন তিনি। প্রথম ভারতীয় হিসেবে এই কৃতিত্বের অধিকারী হলেন তিনি।
প্রথম সেশনে পাঁচ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় ইংল্যান্ড। তবে এই পরিস্থিতিতে দলের হাল ধরেন রানের মধ্যে না থাকা জো রুট। তাকে সঙ্গ দেন বেন ফোকস। ১১৩ রানের জুটি গড়েন দুজনে। চা বিরতিতে যাওয়ার সময় ১৫৪ বলে ৬৭ রান করে অপরাজিত ছিলেন রুট। বেন ফোকসের ব্যাট থেকে আসে ১০৮ বলে ২৮ রান। তৃতীয় সেশনে তিন অঙ্কের রানে পৌঁছন জো রুট। এতদিন টেস্টে ভারতের বিরুদ্ধে শতরানের নিরিখে শীর্ষে ছিলেন স্টিভ স্মিথ ও জো রুট। দুজনের শতরান ছিল ৯ টি। দিনের শেষে ১০৬ রানে অপরাজিত তিনি।ভারতকে ম্যাচে ফেরান মহম্মদ সিরাজ। ফোকসকে ৪৭ রানে ফেরান তিনি। হার্টলেকে ১৩ রানের মাথায় ফেরান তিনি। ৭ উইকেট হারিয়ে ৩০৬ রান করে ইনিংস শেষ করে ইংল্যান্ড।