লিড নিউজ

বাংলার মুখ্যমন্ত্রীকে দরাজ সার্টিফিকেট প্রধানমন্ত্রীর

আমফানে দুর্গত মানুষদের টাকা রাজ্য সরকারের হাতে না দিয়ে সরাসরি ক্ষতিগ্রস্তদের দেওয়ার সুপারিশ করেছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এমনকী একটি চিঠিও ধরানো হয় নরেন্দ্র মোদীকে। ঘূর্ণিঝড়ে আক্রান্ত বাংলার পাশে থাকার বার্তা, সাহায্যের আশ্বাস যে শুধু মুখের কথা ছিল না, রাজ্যে এসে তা বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিলীপ ঘোষের কথায় যে তিনি বিন্দুমাত্র কর্ণপাত করেননি, তা বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কে দরাজ শংসাপত্র দিয়ে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে পরিদর্শন করলেন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা। আকাশপথে পরিদর্শন শেষে ১ হাজার কোটি টাকার আর্থিক সাহায্যও ঘোষণা করেছেন। তবে এখানেই শেষ ছিল না। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রশংসাও শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে। মুখ্যমন্ত্রী—রাজ্যপালকে নিয়ে আকাশপথে আমফানে বিধ্বস্ত এলাকা ঘুরে দেখে বসিরহাটে একটি প্রশাসনিক বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই নরেন্দ্র মোদী বলেন, ‘‌করোনার সঙ্গে লড়াই করতে গেলে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। আমফানের সঙ্গে লড়াই করতে গেলে সাধারণ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যেতে হবে। এমন কঠিন পরিস্থিতিতে মমতাজির নেতৃত্ব পশ্চিমবঙ্গ খুব ভালো লড়াই করছে। এই পরিস্থিতিতে আমরা সবাই ওঁদের সঙ্গে রয়েছি।’‌
তিনি আরও বলেন, ‘‌মমতাজির যোগ্য নেতৃত্বেই পশ্চিমবঙ্গ লড়াই করছে। কঠিন সময়ে আমরাও পাশে রয়েছি।’‌ মুখ্যমন্ত্রী আজ বলেন, ‘‌উনি (প্রধানমন্ত্রী) ১ হাজার কোটি টাকা ঘোষণা করেছেন। তবে সেটা অগ্রিম নাকি গোটা প্যাকেজ সেটা বলেননি। উনি বলেছেন সেটা পরে জানাবেন। আমরা জানিয়েছি, আপনি বলবেন, আমরা তথ্য দিয়ে দেব।’‌