ব্রেকিং নিউজ রাজ্য

অস্বস্তির গরম অব্যাহত, বৃষ্টিতে বঙ্গ ভিজবে কবে?

সকাল থেকেই লু বইছে। জুন মাসের দোরগোড়াতেও অস্বস্তিকর গরম। গরম কমার আশাও দেখছেন না আবহাওয়াবিদরা। এর মধ্যেই নতুন করে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। আগামী ২-৩ জুন পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের পূর্বাভাস  রয়েছে। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

পূর্বাভাস বলছে, কলকাতায় আগামী বুধ-বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা ৩৮ ডিগ্রিতে পৌঁছে যাবে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রি। ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাড়িয়ে যাবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান সহ পশ্চিমের জেলাগুলিতে। আগামী কয়েক দিনে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। মুর্শিদাবাদ-নদিয়া সহ উত্তরবঙ্গের মালদহ ও দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

তবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বুধবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।