খেলাধুলা ব্রেকিং নিউজ

বিশ্বকাপে আম্পায়ারের ‘বিতর্কিত’ সিদ্ধান্ত, কোন বল না খেলেই আউট এঞ্জেলো ম্যাথুস!

সোমবার শুধু বিশ্বকাপে নয়, আন্তর্জাতিক ক্রিকেটে একটি তাৎপর্যপূর্ণ দিন। আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ডের সঙ্গে জড়িয়ে গেল এঞ্জেলো ম্যাথুসের নাম। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে টাইমড আউট হলেন শ্রীলঙ্কার আলরাউন্ডার ও প্রাক্তন অধিনায়ক এঞ্জেলো ম্যাথুস।

শ্রীলঙ্কা বাংলাদেশের ম্যাচে ১৩৫ রানে ৪ উইকেট পড়ার পরে ব্যাট করতে আসেন এঞ্জেলো ম্যাথুস। কিন্তু তার হেলমেটের স্ট্র্যাপ ছিড়ে যাওয়ায় হেলমেট পাল্টাতে তিনি দ্বাদশ ব্যক্তিকে আসতে অনুরোধ করেন আর এই পর্বে প্রথম বল খেলার আগেই তিন মিনিট সময় পেরিয়ে যায়। আর এই সুযোগকে কাজে লাগান বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। তিনি আউটের আবেদনের ক্ষেত্রে রিভিউ চান। ম্যাথুসকে ক্রিকেটের নিয়ম মেনে আউট ঘোষণা করতে বাধ্য হন আম্পায়াররা।