এক ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি উত্তরাখণ্ড। এখনও পর্যন্ত ১৭০জন নিখোঁজ। মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এই বিপর্যয়ের পেছনে গঙ্গায় যথেচ্ছ জলবিদ্যুৎ প্রকল্প কেন্দ্র গড়ে ওঠাও অনেকটাই দায়ী। এই ব্যাপারেই ফের বেসুরো গাইলেন বিজেপি নেত্রী উমা ভারতী। তাতে নরেন্দ্র মোদী সরকারের অস্বস্তি বাড়ল বলে মনে করা হচ্ছে।
মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রথম মোদী সরকারের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রথম থেকেই এই ধরনের জলবিদ্যুৎ প্রকল্পের বিরোধিতা করেছিলেন বলে সাফ জানালেন। তিনি বলেন, ‘ঋষি গঙ্গায় যে বিপর্যয় হয়েছে সেটা একদিকে যেমন উদ্বেগের, তেমনই বড় সতর্কতার।’
এই ঘটনার ঠিক পরেই হিন্দিতে টুইট করে উমা। টুইটে তিনি লেখেন, ‘আমার আমলে মন্ত্রকের পক্ষ থেকে উত্তরাখণ্ডে হিমালয়ের বাঁধগুলি সম্পর্কে হলফনামা দিয়ে বলা হয়েছিল, সেটি সংবেদনশীল এলাকা। ফলে গঙ্গা ও তার প্রধান উপনদীগুলির উপরে যেন বিদ্যুৎকেন্দ্র তৈরি করা না হয়।’ উল্লেখ্য,
গ্লেসিয়ার ধ্বংসের জেরে ধৌলিগঙ্গায় নির্মীয়মাণ তপোবন–বিষ্ণুগাড় জলবিদ্যুৎ প্রকল্পের ড্যাম ও অফিস কার্যত ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে।
প্রাথমিক খবরে বলা হয়েছে, রাষ্ট্রায়ত্ত কোম্পানি এনটিপিসি পরিচালিত ৫২০ মেগাওয়াট শক্তিসম্পন্ন ওই জলবিদ্যুৎ প্রকল্পের এখনও পর্যন্ত যতটুকু নির্মাণকাজ হয়েছে, তার প্রায় ৬০ শতাংশ একেবারে ভেসে গিয়েছে। দেখা যাচ্ছে, ড্যাম ও অফিস বাবদ ক্ষতির পরিমাণ ৪৫০ কোটি টাকা। এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।