বেশ খানিকটা টাইট দিতেই হাতের নাগালে চলে এল জঙ্গিরা। গত ৯ মাস ধরে মেঘালয়, অসম এবং বাংলাদেশ সীমান্তে অভিযান চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। প্রত্যন্ত প্রান্তে হানা দিয়ে জঙ্গিদের ঘাঁটিগুলি ধ্বংস করছে। ফলে প্রবল চাপে পড়েছে উলফা–সহ বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনের সদস্যরা। বাধ্য হয়ে অনেকেই আত্মসমর্পণ করছে। এবার সেই কাজই করল উলফার সেকেন্ড ইন কমান্ড দৃষ্টি রাজখোয়া। সেনা গোয়েন্দাদের হেপাজতে রয়েছে সে এবং খুব তাড়াতাড়ি তাকে অসমে নিয়ে আসা হচ্ছে বলে খবর।
স্থানীয় সূত্রে খবর, বাংলাদেশে লুকিয়ে ছিল উলফা প্রধান পরেশ বড়ুয়ার অত্যন্ত ঘনিষ্ট এই জঙ্গি নেতা। কয়েক সপ্তাহ আগে সে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে বলে খবর পায় ভারতীয় সেনা গোয়েন্দারা। মেঘালয়ের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হলে বুধবার বেদান্ত, ইয়াসিন অসোম, রোপজ্যোতি অসোহ এবং মিঠুন অসোম নামে চার সঙ্গীকে নিয়ে ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করে দৃষ্টি রাজখোয়া।
অসমের প্রশাসন সূত্রে খবর, উলফার সেকেন্ড ম্যান দৃষ্টি রাজখোয়ার নামে অসমের বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদী হামলা চালানোর অভিযোগ রয়েছে। এই কারণে দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তার করার চেষ্টা চলছিল। এতদিন সে বাংলাদেশে লুকিয়ে থাকায় তাকে ধরা সম্ভব হচ্ছিল না। এবার তাকে নাগালে পাওয়া গিয়েছে।
