ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ষষ্ঠ দিন আজ। বিধ্বস্ত ইউক্রেন। রুশ কামান আর ক্ষেপণাস্ত্রের আঘাতে তছনছ গোটা ইউক্রেন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কিভ, খারকিভ, ওডেসার মতো শহর।
বিশ্ব ক্রীড়ামঞ্চে ক্রমশঃ নিজের স্থান হারাচ্ছে রাশিয়া। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কারণে রাশিয়াকে একপেশে করে দিয়েছে ফিফা এবং উয়েফা।
আর সেই কারণেই চলতি বছর কাতার বিশ্বকাপে খেলতে পারছে না রাশিয়া। পাশাপাশি, ইউরোপীয় ফুটবলেও রাশিয়া খেলতে পারছে না বলে জানা গিয়েছে। এবার মাঠে নামতে পারবে না রাশিয়ার ক্লাবগুলো।
শুধু ফিফাই নয়, রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা, জুডো ফেডারেশনও। এবার বিশ্ব তায়কোন্ডো সংস্থা কেড়ে নিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেওয়া সম্মানিক ব্ল্যাক বেল্ট।
ইউক্রেনের উপর রুশ আগ্রাসন মানতে পারছে না বিশ্ব তায়কোন্ডো সংস্থা, স্পষ্ট করে দেওয়া হয়েছে তাদের বিবৃতিতে। সংস্থার তরফে পুতিনের সম্মানিক ব্ল্যাক বেল্ট খেতাব কেড়ে নেওয়ার কথা জানানো হয়েছে টুইট করে। এদিকে একইভাবে পুতিনের সাম্মানিক প্রেসিডেন্ট পদ এবং রাষ্ট্রদূতের পদ কেড়ে নিয়েছে আন্তর্জাতিক জুডো ফেডারেশনও।