আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

Ukraine-Russia war: ইউক্রেনকে ভয় রাশিয়ার!

এবার কি ইউক্রেনকে ভয় পাচ্ছে রাশিয়া? সম্প্রতি রাশিয়ান ইন্টেলিজেন্স সার্ভিস সুত্র মারফৎ খবর পেয়েছে, ইউক্রেন ইউরোপ কিংবা আফ্রিকা থেকে যেকোনো যাত্রীবাহী একটি বিমান হাইজ্যাক করতে পারে এবং তারপর মস্কোর উপরে পরমাণু বোমা নিক্ষেপ করতে পারে। এই কাজে সাহায্য করতে পারে ন্যাটোভুক্ত কয়েকটি দেশ। ফলত চিন্তা বাড়ছে রাশিয়ার।

যদিও যুদ্ধের প্রথম দিন থেকেই দাপট দেখিয়েছে রাশিয়া। বিধ্বস্ত হয়েছে ইউক্রেন। রাশিয়াও আক্রান্ত হয়েছে ইউক্রেনের কাছে। কিন্তু রাশিয়া ভাবতে পারিনি যে তারা ইউক্রেনের হাতে এইভাবে নাস্তানাবুদ হবে। পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করা হচ্ছে। যুদ্ধের প্রায় শেষ পর্যায়ে এখন ইউক্রেন চাইছে রাশিয়ার ওপর পরমাণু বোমা হামলা চালাতে।

ইতিমধ্যেই রাশিয়া তাদের যে সমস্ত ভিভিআইপিরা রয়েছে, তাদের রাশিয়ার পূর্বপ্রান্তে পাঠিয়ে দিয়েছে। রাশিয়ার পূর্বপ্রান্তের বিভিন্ন শহরে তারা ইতিমধ্যে আস্তানা নিয়েছে। প্রায় ৯০ টি বিমানে রাশিয়ার ভিআইপি পরিবার, সরকারি অফিসার এবং আমলাদের রাশিয়ার পূর্বপ্রান্তের শহরগুলিতে থাকার ব্যবস্থা করা হয়েছে। সুতরাং যদি সত্যিই পরমাণু হামলা হয়, তাহলে কিন্তু রাশিয়া কোনভাবেই থেমে থাকবে না। সেটা পরিষ্কার তারা জানিয়ে দিয়েছে । অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ক্রমাগত এগিয়ে চলেছে, এই রাশিয়া এবং ইউক্রেন।

অন্যদিকে, রাশিয়াকে চাপে রাখতে জি৭ গোষ্ঠীভুক্ত যে সমস্ত দেশ রয়েছে তারা আমন্ত্রণ জানাতে চাইছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। বার্লিন সফরের মাঝেই সেইসব দেশের একাধিক সংবাদ মাধ্যম এই ইঙ্গিত দিয়েছে। জুন মাসে মিউনিখের বাভারিয়ায় এই বৈঠক হওয়ার কথা আছে। জার্মানি চাইছে সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়ার রাষ্ট্রনেতাদের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীকে সেখানে উপস্থিত থাকার জন্য।