ইউক্রেন রাশিয়ার সংঘাত জারি রয়েছে, এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক কার্যাবলী চলমান রয়েছে। সম্প্রতি ইউক্রেনের উপ-বিদেশমন্ত্রী এমিন জাপারোভা তিন দিনের সফরে ভারতে এসেছেন। তিনিই বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখির সঙ্গে সাক্ষাতে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম পাঠানোর আবেদন জানিয়েছেন। শুধু ওষুধ বা চিকিৎসা সরঞ্জাম নয়, জাপারোভা ভারতীয় সংস্থাগুলিকে ইউক্রেন পুনর্গঠনে এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য দীর্ঘমেয়াদী যুদ্ধ জারি রাখতে যে অর্থনৈতিক পরি কাঠামোর প্রয়োজন হয় তা ইউক্রেনের নেই। আমেরিকা বা পশ্চিমি দেশগুলি থেকে সাহায্য আসছে বটে তবে তা মূলত সামরিক।কিন্তু এই যুদ্ধের ফলে ক্রমশ জন সাধারনের জীবন ধারন কঠিন হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে ভারতে এসে বিনিয়োগের বার্তা দেওয়ার ভিন্ন তাৎপর্য আছে বলে মনে করা হচ্ছে।
ইউক্রেন রাশিয়ার যুদ্ধের শুরুতেই ভারত তার অবস্থান স্পষ্ট করে দিয়েছিল, ভারত বরাবরই বলে এসেছে, যুদ্ধ নয়, মীমাংসা করতে হলে আলোচনার টেবিলে বসা উচিত উভয় পক্ষের।যদিও এই যুদ্ধের ফলে ভারত লাভবান হচ্ছে, ভারত সরকার অনেক সস্তায় তেল কিনছে রাশিয়ার কাছ থেকে , তবু ও ভারত এই যুদ্ধের পক্ষে একেবারেই যে নেই তা স্পষ্ট করে দিয়েছে। এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রীকে চিঠি লিখে ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম পাঠানোর আর্জি জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট।যার রাজনৈতিক তাৎপর্য যে অনেক খানি তা বলার অপেক্ষা রাখেনা।