রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। সেখানকার পরিস্থিতি ভয়াবহ। এর মধ্যেই ইউক্রেন সেনা রুশ বাহিনীর বিরুদ্ধে সাফল্যের কথা জানিয়েছে। অন্যদিকে, এই যুদ্ধের প্রতিবাদে রাশিয়ায় পথে নামেন সাধারণ মানুষ। সেখানে প্রায় ১৭০০ আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছে রুশ সরকার।
ইতিমধ্যেই ৮০০ এর বেশি রুশ সেনাকে হত্যা করা হয়েছে। ধ্বংস করা হয়েছে ৬টি রুশ হেলিকপ্টার। রাশিয়ার ৩০টি ট্যাংক এবং ৭ টি যুদ্ধবিমান ধ্বংস করেছে ইউক্রেনের বাহিনী বলে জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী হ্যানা ম্যালয়ার।১৮ থেকে ৬০ বছর অবধি পুরুষদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।দেশবাসীকে অস্ত্র তুলে নিতে আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ১০০০০ নাগরিককে রাইফেলও প্রদান করা হয়েছে।
একটি মার্কিন প্রতিবেদনে বলা হয়েছে এখনও পর্যন্ত ইউক্রেনের উপর ২০৩ টি হামলা চালিয়েছে রাশিয়া। যার মধ্যে ১৬০টি ক্ষেপণাস্ত্র এবং ৪৩টি স্থল ভিত্তিক আক্রমণ। রাশিয়ার হামলায় ইউক্রেনের ১৩৭ জন নিহত হয়েছেন এবং আহত ৩১৬ জন।
এই অবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বিবৃতি জারি করে বলেন, ‘গোটা বিশ্ব এই যুদ্ধের মধ্যে আমাদেরকে একা ছেড়ে দিয়েছে।’ তিনি জানান, তিনি কিয়েভেই রয়েছেন। ইতিমধ্যেই রাশিয়ান সেনাবাহিনী কিয়েভে ঢুকে পড়েছে। রাশিয়ার সেনাবাহিনী প্রথম লক্ষ্য তিনি এবং দ্বিতীয় লক্ষ্য তাঁর পরিবার বলেও জানিয়েছেন জেলেনস্কি।
পৃথিবীর অধিকাংশ দেশই এমত পরিস্থিতিতে অর্থনৈতিকভাবে বয়কট করছে রাশিয়াকে। রুশ প্রেসিডেন্টকে কড়া বার্তা দিয়েছে আমেরিকা। পাশাপাশি ইউক্রেনে কোন সেনা পাঠাবেন না বলে সাফ জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত জানায় নি ভারত।