দেশ ব্রেকিং নিউজ

ভারত মহাসাগরে মহড়ায় ব্রিটিশ নৌবহর

বিশ্বে দ্রুত বদলে যাচ্ছে সমীকরণ। চিনের উত্থানে কূটনীতি ও সমরনীতিতে এসেছে বিস্তর পরিবর্তন। নেহরু জমানার জোট নিরপেক্ষ নীতি ত্যাগ করে পশ্চিমের দেশগুলির সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে নয়াদিল্লি। এই পরিস্থিতিতে এবার ভারতীয় নৌসেনার সঙ্গে নয়া সম্পর্কের সূচনা করতে চলেছে ব্রিটিশ নৌবাহিনী।

ভারতে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ভারত মহাসাগরে প্রবেশ করেছে ব্রিটিশ নৌবহর। ভারতীয় রণতরীগুলির সঙ্গে মহড়া চালাবে ব্রিটিশ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। একটি বিমানবাহী যুদ্ধজাহাজের সঙ্গে থাকে সাবমেরিন, ফ্রিগেট, ডেস্ট্রয়ারের মতো বেশ কয়েকটি রণতরী। এগুলিকে মিলিয়ে বলা হয় ‘ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ’।

উল্লেখ্য, ভারত মহাসাগরে লাগাতার আগ্রাসী হয়ে উঠছে চিন। পাকিস্তানে ও শ্রীলঙ্কার বন্দরগুলিতে চিন রণতরীর আনাগোনা লেগেই আছে। এই পরিস্থিতিতে ব্রিটিশ ও ভারতীয় নৌবাহিনীর মহড়া ভবিষ্যতে দুই দেশের মধ্যে নয়া সামরিক সম্পর্কের সূচনা করল বলেই মত অনেকের। যুদ্ধবিমানবাহী জাহাজটিতে কর্মরত রয়েছেন প্রায় ৩ হাজার ৭০০ জন। ফলে রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মহলে।