মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কড়া পদক্ষেপ কমিশনের। এবার তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ‘সেন্সর’ করল কমিশন।
জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল ৫টা থেকে ২৪ ঘণ্টা নির্বাচনী প্রচার করতে পারবেন না তিনি। ইতিমধ্যেই নির্বাচন কমিশন প্রাক্তন বিচারপতিকে চার পাতার চিঠি মারফত তীব্র ভর্ৎসনা করেছেন। একই চিঠি বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডাকেও পাঠানো হয়েছে।
নির্বাচন কমিশনের তরফে চিঠিতে জানানো হয়েছে, আগামীদিনে আর কোনও বিজেপি প্রার্থী যেন দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ না করেন।
পাশাপাশি, কোনও রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রচার করার সময়ে তাঁদের নীতি, কর্মসূচি এবং অতীতের কাজ ইত্যাদির মধ্যেই সমালোচনাকে সীমাবদ্ধ রাখতে হবে। বিরোধী দলের নেতা বা নেত্রীর ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনও মন্তব্য করা চলবে না। প্রমাণ নেই এমন কোনও অভিযোগ করা থেকে প্রার্থীদের বিরত থাকতে হবে।