অবশেষে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনে কলেজের শিক্ষাবর্ষ পিছিয়ে দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সরকারি নির্দেশিকা অনুযায়ী, সেপ্টেম্বর থেকে শিক্ষাবর্ষ ধরে নিয়ে কলেজগুলিকে এগোনো উচিত। আগস্টে দেশের সব কলেজ, বিশ্ববিদ্যালয় খুলবে বলে জানিয়েছে ইউজিসি। নতুন ক্লাস শুরু হবে সেপ্টেম্বরে। আর আগস্টের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে বলে পরিকল্পনা করার জন্য কলেজ–বিশ্ববিদ্যালয়গুলিকে বলেছে ইউজিসি।
নির্দেশিকায় ইউজিসি জানিয়েছে, বর্তমান কলেজ পড়ুয়াদের জন্য শিক্ষাবর্ষ শুরু হবে আগামী আগস্ট মাস থেকে। আর নবাগতদের ক্ষেত্রে তার এক মাস পরে অর্থাৎ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে। অর্থাৎ বর্তমান পড়ুয়াদের জন্য শিক্ষাবর্ষ এক মাস পিছিয়ে যাচ্ছে, আর নতুনদের জন্য দু’ মাস। কলেজ–বিশ্ববিদ্যালয়ের যাঁরা ফাইনাল সেমেস্টারের পরীক্ষার্থী, তাদের পরীক্ষা জুলাইতে করার ব্যাপারে প্রস্তাব দিয়েছে ইউজিসি। সেইমতো পরিকল্পনা করতে বলা হয়েছে। আর যাঁরা, ইন্টারমিডিয়েট স্তরে আছে, মানে যাঁরা কলেজ পড়ুয়া, তাঁদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলিকে নিজের মতো করে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছে ইউজিসি।
যে সব পড়ুয়ার অন্তর্বর্তীকালীন সেমিস্টারে বসার কথা তাদের মূল্যায়ন ইন্টারনালের ভিত্তিতেই করে দেওয়া যেতে পারে। তবে যে যে রাজ্যে করোনা পরিস্থিতির উন্নতি হয়ে গিয়েছে তারা চাইলে জুলাইয়ে এই পরীক্ষা নিতে পারে।
যদিও ইউজিসি স্পষ্ট করে দিয়েছে যে এটা পরামর্শমূলক নির্দেশিকা। কোভিড–১৯ পরিস্থিতি বিবেচনা করে বিশ্ববিদ্যালয়গুলি তাদের নিজেদের মতো করে পরিকল্পনা করতে পারে। শিক্ষামন্ত্রী আগেই জানান, ইউজিসি কী প্রস্তাব দেয় দেখব। আমাদের রাজ্যের কলেজ–বিশ্ববিদ্যালয়গুলি কী বলছে। তা দেখব। সবটা দেখে তাদের সুবিধা বিচার করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
