দেশ ব্রেকিং নিউজ

ইউজিসি’‌র নির্দেশিকা চ্যালেঞ্জের মুখে

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন চূড়ান্ত সেমিস্টার এবং চূড়ান্ত বর্ষের পরীক্ষা বাধ্যতামূলক বলে জানিয়ে দিয়েছে। আর তাতেই বিতর্কের সৃষ্টি হয়েছে। করোনা পরিস্থিতিতে এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি প্রফেসার্স অ্যাসোসিয়েশন (ওয়েবকুপা)। ফলে পরীক্ষা বিশ বাঁও জলে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
ইউজিসি নির্দেশিকা জারি করেছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত বর্ষের পরীক্ষা শেষ করতে হবে। সেই নির্দেশিকার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একাধিক আবেদন দায়ের হয়েছে। করোনা সংক্রমণের আবহে বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা বাতিলের আবেদন জানিয়েছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীও। এমনকী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি পরীক্ষা বাতিল করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তবে সেখান থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
এবার রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সুপ্রিম কোর্টে যাওয়া বেশ ইঙ্গিতবাহী বলেই ধারণা করা হচ্ছে। ওয়েবকুপার সভানেত্রী কৃষ্ণকলি বসু বলেন, ‘‌আমরা দীর্ঘদিন অপেক্ষা করলাম। এই ব্যাপারে মুখ্যমন্ত্রী যেমন প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন, তেমনই রাজ্যের শিক্ষামন্ত্রী বৈঠক করেছেন রাজ্যপালের সঙ্গে। ইউজিসি’‌র গাইডলাইন পুনর্বিবেচনা অথবা বাতিলের কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি।’‌
সুপ্রিম কোর্টে ওয়েবকুপার এই আবেদনে আগামী শুক্রবার এই মামলার শুনানি হতে পারে বলে খবর। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত সিমেস্টার এবং চূড়ান্ত বর্ষের পরীক্ষা বাধ্যতামূলক বলে জানিয়ে দিয়েছে ইউজিসি। আর করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে কীভাবে পরীক্ষা নিতে হবে, এবার সেই বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলির কাছে নির্দেশ পাঠিয়েছে ইউজিসি।