কলেজ–বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া নিয়ে নির্দেশিকা জারি করল ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন বা ইউজিসি। বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ভর্তি প্রক্রিয়া। আর ১ অক্টোবর শুরু করতে হবে পঠনপাঠন। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
বিভিন্ন রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে বৈঠক করা হয়েছে। শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিবদের সেই বৈঠকের পর রাজ্য একটি বিজ্ঞপ্তিও জারি করেছিল। যেখানে ইউজিসির সুরের সঙ্গে মিলে গিয়েছিল রাজ্যের বক্তব্যও। ৩০ সেপ্টেম্বরের মধ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি প্রক্রিয়া শেষ করার কথা বলা হয়। শনিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির এই নির্দেশিকাই জারি করা হয়েছে।
কোভিডের জেরে পিছিয়ে গিয়েছে শিক্ষাবর্ষ। প্রায় তিন মাসের মতো পিছিয়েছে। ইউজিসির নির্দেশিকায় অক্টোবরের প্রথম সপ্তাহ অর্থাৎ ১ অক্টোবর থেকেই ক্লাস শুরু করার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে ৩০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইন হোক বা অফলাইন, ভর্তি প্রক্রিয়া শেষ করতেই হবে। গোটা দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়কে চিঠি পাঠিয়ে ইউজিসির তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৫ জুলাই স্নাতক–স্নাতকোত্তরে অনলাইনে ভর্তির বিজ্ঞপ্তি জারি করেছে এই রাজ্যের উচ্চশিক্ষা দফতর। স্নাতকে ভর্তির অনলাইন পোর্টাল চালু করা হবে ২ আগস্ট থেকে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ ২০ আগস্ট। মেধা তালিকা ঘোষণা করতে হবে ৩১ আগস্টের মধ্যে। ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে। ক্লাস শুরু হবে ১লা অক্টোবর থেকে।