খেলাধুলা ব্রেকিং নিউজ

UEFA Nations League: ম্যাচ চলাকালীন মাটিতে লুটিয়ে পড়লেন হাঙ্গেরির কোচ! জয় পেল নেদারল্যান্ডস

উয়েফা নেশনস লিগে ফিরল দুঃস্বপ্নের স্মৃতি। আমস্টারডামে নেদারল্যান্ডস মুখোমুখি হয়েছিল হাঙ্গেরির। ম্যাচের বয়স তখন সাত মিনিট। হঠাৎ খিঁছুনিতে ডাগআউটে লুটিয়ে পড়েন হাঙ্গেরির সহকারী কোচ অ্যাডাম জালাই। মাঠের মধ্যে হাঁটু গেড়ে প্রার্থনায় বসে পড়েন হাঙ্গেরির ফুটবলাররা। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে স্ট্রেচারে করে বার করে নিয়ে যাওয়া হয় মাঠের বাইরে। স্থানান্তরিত করা হয় হাসপাতালে। জানা গিয়েছে আপাতত স্থিতিশিল রয়েছেন তিনি। দশমিনিট খেলা বন্ধ থাকার পর ফের চালু হয় ম্যাচ। সেখানে ডাচরা ৪-০ গোলে পরাজিত করে হাঙ্গেরিকে। এই জয়ের ফলে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে পরের পর্বের টিকিট প্রায় পাকা করে ফেলল নেদারল্যান্ডস।

ঘরের মাঠে প্রথম থেকেই হাঙ্গেরিকে চাপে রেখেছিল নেদারল্যান্ডস। প্রথমার্ধে জোড়া পেনাল্টি পায় আয়োজকরা। ২১ মিনিটে প্রথম পেনাল্টি থেকে গোল করেন উট উইঘর্স্ট। প্রথমার্ধের সংযুক্তি সময় দ্বিতীয় পেনাল্টি থেকে জালে বল জড়ান কোডি গাকপো। প্রথমার্ধের শেষে ২-০ গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে দলের হয়ে ব্যবধান বাড়ান ডেনজিল ডুমফ্রিস। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে আবার হাঙ্গেরির জালে বল জড়ায় কমলা ব্রিগেড। গোল করেন টিউন কুপেমেইনার্স। বাকি সময়ে অনেক চেষ্টা করেও একটিও গোল শোধ করতে পারেনি সফরকারী দল।