খেলাধুলা ব্রেকিং নিউজ

UEFA Nations League: ৭০ বছর পর ফ্রান্সের মাটিতে ইতালির জয়!

খেলা শুরুর মাত্র ১৩ সেকেন্ডেই ইতালির জালে বল! ঘরের মাঠে ফরাসি সমর্থকদের তখন বাঁধ ভাঙা উচ্ছ্বাস। তবে পাহাড়প্রমাণ চাপের মুখেও ভেঙে পড়েননি জিয়ানলুইগি ডোনারুমার দল। বরং ৭০ বছর পর ফ্রান্সের মাটিতে ঘুরে দাঁড়ানোর দুর্ধর্ষ গল্প লিখল তাঁরা। একটা গোলের ধাক্কায় জ্বলে ওঠে ইতালি। বিপক্ষকে আর কোনও সুযোগ না দিয়ে পরপর তিনবার জড়িয়ে দিল ফ্রান্সের জালে। ম্যাচ শেষে হতাশা নিয়ে বাড়ি ফিরল ফরাসি সমর্থকেরা।

উয়েফা নেশন্স লিগের নতুন আসরে শুভসূচনা করল ইতালি। প্যারিসের পার্ক দ্য প্রিন্সেস স্টেডিয়ামে শুক্রবার রাতে ‘এ’ লিগের দুই নম্বর গ্রুপের ম্যাচে ফ্রান্সকে ৩-১ গোলে হারিয়ে দেয় ইতালি। নিজেদের ঘরের মাঠে প্রতিপক্ষের ভুলে ১৩ সেকেন্ডে করে গোলে এগিয়ে যায় ফ্রান্স। এই গোলটি ফ্রান্সের ইতিহাসে এবং নেশন্স লিগে দ্রুততম। ফ্রান্সকে এগিয়ে দেন বারকোলা। ফ্রান্সের হয়ে আগের দ্রুততম গোলের রেকর্ড ছিল বের্নাদ লাকুম্বের ১৯৭৮ সালে। সেই বিশ্বকাপে গ্রুপ পর্বে ইতালির বিপক্ষেই ৩৭ সেকেন্ডে গোল করেছিলেন তিনি।

৩০ মিনিটে সমতায় ফেরে ইতালি। গোল করেন দিমারকো।দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে দারুণ আক্রমণ থেকে ইতালিকে এগিয়ে দেন ফ্রাত্তেসি। ৭৪ মিনিটে ব্যবধান বাড়ায় ইতালি। গোল করেন রাসপাদোরি। ২০০৮ সালের পর এই প্রথম ফ্রান্সের বিপক্ষে জয় পেল ইতালি।