খেলাধুলা ব্রেকিং নিউজ

ইউরোর সেরা একাদশ ঘোষণা করল UEFA

ইউরো ২০২৪ -এর সেরা একাদশ ঘোষণা করল UEFA। এবারের ইউরোতে ২৪টি দল অংশ নিলেও UEFA -র টেকনিকাল পর্যবেক্ষক দলের নির্বাচিত একাদশে জায়গা পেয়েছে ৫টি দলের খেলোয়াড়রা। যেখানে চ্যাম্পিয়ন স্পেন থেকে সর্বোচ্চ ৬ খেলোয়াড় সেরা একাদশে জায়গা পেয়েছেন।

বার্লিনে গত রবিবার ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে চতুর্থবারের জন্য ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে স্পেন। সাত ম্যাচের সবগুলোই জিতে ট্রফি উঁচিয়ে ধরে লুইস দে লা ফুয়েন্তের দল।

উয়েফার সেরা একাদশে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া ফ্রান্স থেকে জায়গা পেয়েছেন ২ জন এবং একজন করে খেলোয়াড় সুযোগ পেয়েছেন ইংল্যান্ড, সুইজারল্যান্ড এবং জার্মানির দল থেকে।

ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার মতে, সেরা একাদশ নির্বাচনে খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি দলের খেলায় প্রভাবও বিবেচনায় নেওয়া হয়েছে।

সংস্থার মতে ২০২৪-এর সেরা একাদশ:
মাইক মিঁয়া (ফ্রান্স), কাইল ওয়াকার (ইংল্যান্ড), উইলিয়াম সালিবা (ফ্রান্স), মানুয়েল আকাঞ্জি (সুইজারল্যান্ড), মার্ক কুকুরেইয়া (স্পেন), রদ্রি (স্পেন), দানি ওলমো (স্পেন), ফাবিয়ান রুইস (স্পেন), লামিনে ইয়ামাল (স্পেন), জামাল মুসিয়ালা (জার্মানি) ও নিকো উইলিয়ামস (স্পেন)।