চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর সূচি ঘোষণা করল উয়েফা। সুইজারল্যান্ডের নিওনে শহরে বসেছিল এই সূচি প্রকাশের আসর। সোমবার সেই অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন উয়েফার উপ-মহাসচিব জর্জিও মার্কেত্তি। তাঁর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন কিংবদন্তি চেলসি অধিনায়ক জন টেরি।
মোট আটটি গ্রুপ থেকে ষোলোটি দল জায়গা করে নিয়েছে শেষ ষোলোয়। এই ষোলোটি দলের মধ্যে রয়েছে: ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড), আর্সেনাল (ইংল্যান্ড), বার্সেলোনা (স্পেন), রিয়াল মাদ্রিদ (স্পেন), অ্যাথলেটিকো মাদ্রিদ (স্পেন), রিয়াল সোসিয়াদাদ (স্পেন), নাপোলি (ইতালি), ইন্টার মিলান (ইতালি), লাজিও (ইতালি), বায়ার্ন মিউনিখ (জার্মানি), বরুসিয়া ডর্টমুন্ড (জার্মানি), লাইপজিগ (জার্মানি), পিএসজি (ফ্রান্স), কোপেনহেগেন (ডেনমার্ক), পিএসভি(নেদারল্যান্ডস) এবং পোর্তো (পর্তুগাল)।