উয়েফা চ্যাম্পিয়নস লিগে নিজেদের দাপট অব্যাহত। সাফল্য ধরে রেখে একমাত্র দল হিসেবে শেষ ষোলোয় পৌঁছে গেল লিভারপুল।
মঙ্গলবার স্প্যানিশ দল জিরোনাকে ১-০ গোলে হারিয়ে তারা শেষ ষোলোর রাস্তা পাকা করে। এদিন লিভারপুলের হয়ে একমাত্র গোলটি করেন মহম্মদ সালাহ। স্পটকিক থেকে গোল করে দলকে টানা ৬ জয় এনে দেন এই ফরোয়ার্ড।
উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লিগে এবারের আসরে একমাত্র অপরাজিত দল লিভারপুল। সেই সূত্রেই তারা রাউন্ড অভ সিক্সটিনে পৌঁছানো নিশ্চিত করেছে ।
এদিন লিভারপুলের জার্সিতে ৬৫৬ দিন পর একইসঙ্গে ম্যাচ শুরু করেন অ্যালিসন বেকার, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, ভার্জিল ভ্যান ডাইক, জো গোমেজ এবং অ্যান্ডি রবার্টসন। লিভারপুলের হয়ে সর্বজয়ী এই ডিফেন্স লাইনআপ জিরোনার বিপক্ষে আরও একবার দেখালেন নিজেদের সামর্থ্য।
আক্রমণ-প্রতি আক্রমণের ম্যাচে একমাত্র গোল আসে ৬৪ মিনিটে। বক্সে লুইস দিয়াস ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সালাহর সফল স্পট কিকে এগিয়ে যায় লিভারপুল। শেষ পর্যন্ত সেটাই গড়ে দেয় ব্যবধান।