দেশ ব্রেকিং নিউজ

অমিত শাহকে আক্রমণ উদ্ধব ঠাকরের

দলের শিবসেনা নাম এবং তির ধনুক প্রতীক হারিয়ে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে এবার নিশানা করলেন উদ্ধব ঠাকরে। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে মোগাম্বোর সঙ্গে তুলনা করে জনপ্রিয় ডায়লগ আওড়ালেন, ‘মোগাম্বো খুশ হুয়া’। গত শুক্রবার নির্বাচন কমিশন শিবসেনা নাম এবং প্রতীক তির ধনুক উদ্ধবের বিরোধী গোষ্ঠী একনাথ শিন্ডে শিবিরের নামে বরাদ্দ করে। ওই ঘোষণার পর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে একমাত্র অমিত শাহ তীব্র কটাক্ষ করেছেন উদ্ধবকে। তিনি বলেন, নীতিহীন মানুষের এমন শাস্তিই প্রাপ্য। এদিকে, দলের নাম ও প্রতীক হাতছাড়া হওয়ার পরও উদ্ধবের জন্য বিপর্যয়ের বিরাম নেই। এদিকে, সোমবার নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। আর্জি জানিয়েছিলেন, দ্রুত শুনানির। ইতিমধ্যেই সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে, দ্রুত শুনানি করার মতো জরুরি বিষয় নয় নাম-প্রতীক মামলা। এদিকে দলীয় কার্যালয়ে এদিন বেলা সাড়ে ১২টা নাগাদ বিধায়কদের একটি বৈঠকও ডাকা হয়েছিল বলেই সূত্রের খবর।

উল্লেখ্য, গত বছরের জুনে মহারাষ্ট্রের তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ করেন তাঁরই সহকর্মী একনাথ শিণ্ডে। এরপরই একনাথ শিন্ডের নেতৃত্বে প্রায় ৪০ জন বিধায়ক শিবসেনা ছেড়ে বেরিয়ে যান। এই পরিস্থিতিতে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হন একনাথ শিন্ডে। তারপরেই নিজেদের আসল ‘শিব সেনা’ বলে দাবি করে দলীয় প্রতীক ব্যবহারের অনুমতি চান শিণ্ডে। এবিষয়ে কমিশনকে উদ্ধব ঠাকরে জানিয়েছিলেন, ‘শিণ্ডে নিজে দলত্যাগ করেছেন, তিনি কখনই দলকে নিজের বলে দাবি করতে পারেন না।’ গত অক্টোবরে দলের প্রতীক ‘তির-ধনুক’ ‘ফ্রিজ’ করে দেয় নির্বাচন কমিশন। আসন্ন নির্বাচনগুলিতে উদ্ধব ঠাকরে বা একনাথ শিণ্ডে, কোনও শিবিরই দলীয় প্রতীক ব্যবহার করতে পারবে না বলে জানিয়ে দেওয়া হয়। অবশেষে দলের নাম-প্রতীক দুই ব্যবহারের অনুমতি পেল শিণ্ডে শিবির। নিঃসন্দেহে এই সিদ্ধান্তে অস্বস্তিতে পড়েছে উদ্ধব শিবির।