দেশ ব্রেকিং নিউজ

Uday Umesh Lalit: দেশের ৪৯ তম প্রধান বিচারপতি হচ্ছেন উদয় উমেশ ললিত

সুপ্রিম কোর্টের ৪৯ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিতে চলেছেন বিচারপতি উদয় উমেশ লালিত। দেশের শীর্ষ আদালতের বর্তমান প্রধান বিচারপতি এন.ভি. রামানাই পরবর্তী প্রধান বিচারপতির নাম হিসেবে উদয় উমেশা ললিতের নাম প্রস্তাব করেন। এরপর দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেই নাম নির্বাচন করেন এবং পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে উদয় উমেশ ললিতের নাম ঘোষণা করেন।

বর্তমান প্রধান বিচারপতি এন.ভি. রমানা যাবতীয় রীতিনীতি মেনে বৃহস্পতিবার তাঁর উত্তরসূরী হিসেবে বিচারপতি ললিতের নাম ঘোষণা করেন। তবে সাংবিধানিক প্রথা অনুযায়ী রাষ্ট্রপতির মঞ্জুরি ছাড়া এই নাম চূড়ান্ত হওয়া সম্ভব নয়। বুধবার সেই প্রথার কাজ সম্পন্ন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

প্রধান বিচারপতি পদে উদয় উমেশ ললিত মাত্র আড়াই মাসের জন্য পদে বহাল থাকবেন। আরো বিস্তারিত যদি বলা যায় সে ক্ষেত্রে মাত্র ৭৪ দিনের জন্য সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি হিসেবে তিনি পদে বহাল থাকবেন। কারণ ৮ নভেম্বর তাঁর অবসর গ্রহণের দিনক্ষণ স্থির হয়েছে। তিনি দেশের দ্বিতীয় প্রধান বিচারপতি, যিনি আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করে প্রধান বিচারপতি হিসেবে তাঁর কাজ শেষ করবেন। দেশের বর্তমান বর্তমান প্রধান বিচারপতি এন.ভি. রমানার কার্যকাল শেষ হতে চলেছে ২০২২ এর ২৬ শে আগস্ট। ঠিক তারপরের দিন অর্থাৎ ২৭শে আগস্ট শপথ নিতে চলেছেন বিচারপতি উদয় উমেশ ললিত।