অত্যাধুনিক UVC রোবট ব্যবহার করে ট্রেনের কামরা জীবাণুমুক্তকরণ কৌশল নিল ভারতীয় রেল। এই ধরণের প্রযুক্তি এই প্রথমবার ভারতে আমদানি করল রেলমন্ত্রক। এই করোনাকালে ট্রেনযাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে নিয়মিত ট্রেনের কামরা জীবাণুমুক্ত করছে রেল কর্তৃপক্ষ। আর সেটা করছেন রেলকর্মীরাই। তাতে কর্মীদের করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। অনেকেই আক্রান্ত হয়ে পড়ছেন। তখনই বিকল্প কিছু নিয়ে আলোচনা শুরু করে রেলকর্তারা। এরপরই সিদ্ধান্ত হয় UVC রোবট ব্যবহার করে ট্রেনের কামরা জীবাণুমুক্তকরণ করা হবে।
সম্প্রতি, যাত্রীবাহী ট্রেনের কোচগুলিকে জীবাণুমুক্ত করার জন্য বিস্তর পরীক্ষা-নিরীক্ষার পর উত্তর রেলের দিল্লি ডিভিশনে এক বৈপ্লবিক UVC প্রযুক্তি গ্রহণ করে। এখন থেকে উত্তর রেলের ট্রেনেগুলি জীবাণুমুক্ত করার জন্য UVC রোবট ব্যবহার করা হচ্ছে। যা সয়ংক্রিয়ভাবে ট্রেনের কোচগুলির জীবানুনাশ করে চলেছে। দূর থেকে রিমোর্ট কন্ট্রোলের মাধ্যমে তা পরিচালনা করেছেন রেলকর্মীরা। ফলে তাঁদের ঝুঁকি কমে যাচ্ছে।
কি এই প্রযুক্তি?
উত্তর রেল সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের জুলাই মাসে দিল্লি ডিপোতে ০২০০৪ নিউ দিল্লি-লখনউ শতাব্দী এক্সপ্রেসের কামরা প্রথমবার জীবাণুমুক্ত করে এই রোবট। পরে অন্যান্য ট্রেনের কামরা জীবাণুমুক্ত করতেও এই রোবট কাজে লাগানো হচ্ছে। পাশাপাশি উত্তর রেল আরও জানিয়েছে, এই যন্ত্রের সাহায্যে ট্রেনের কামরার মেঝেতে কোনও ফাটল থাকলে সেটাও সারিয়ে ফেলা যাচ্ছে। যা বর্তমান কোনও পদ্ধতিতেই সম্ভবপর ছিল না। এই UVC প্রযুক্তি সম্পূর্ণ নিরাপদ এবং ব্যাবহার করাও সহজ। আগামীদিনে রেলের অন্যান্য জোনের জন্য পাঠানো হবে এই অত্যাধুনিক UVC রোবট।
You must be logged in to post a comment.