করোনার দ্বিতীয় ওয়েভে কাবু ভারত। হাসপাতালের বেড, অক্সিজেন সংকটে ধুঁকছে গোটা দেশ। এই পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়াচ্ছে একাধিক দেশ। ওষুধ, অক্সিজেন, চিকিৎসা সরঞ্জাম নিয়ে ভারতের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে তাঁরা। তার মাঝেই পাশে থাকার এক অভিনব বার্তা দিল আরব আমিরশাহী। যা দেখে অভিভূত ভারত।
এদিন তাদের দেশের বৃহত্তম বিল্ডিং বুর্জ খলিফায় ফুটে উঠল ভারতীয় জাতীয় পতাকা। লাইট শোয়ের মাধ্যমে বুর্জ খলিফার গায়ে ফুটিয়ে তোলা হল এই দেশের তেরঙ্গার ছবি। তবে শুধু বুর্জ খলিফা নয়। সে দেশের একাধিক সৌধেই আলোর খেলার মাধ্যমে ফুটিয়ে তোলা হল ভারতীয় পতাকা। হ্যাশট্যাগ সহযোগে বার্তা দেওয়া হয় #StayStrongIndia।
ভারতের পাশে থাকার বার্তা দিয়ে টুইটও করা হয়েছে। টুইটার হ্যান্ডেলে তারা লেখে, ভারতের এখন খুব কঠিন সময়। আমাদের পক্ষ থেকে থেকে ভারত ও সেখানের বাসিন্দাদের জন্য প্রার্থনা ও শুভকামনা রইল। প্রথম ধাক্কা সামাল দিলেও করোনার দ্বিতীয় ধাক্কায় টলমল ভারতের স্বাস্থ্য পরিকাঠামো। গত ৪ দিনে ১০ লক্ষেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে এই দেশে।