বসিরহাটের স্বরূপনগর থানার চারঘাট গ্রাম পঞ্চায়েতের ভিআরপি কর্মী বছর পঁচিশ ও বছর বাইশের দুই বিবাহিত মহিলা। সোমবার বিকেলে তারা চারঘাট কাহারপাড়া এলাকায় কাজ করছিলেন। ঠিক সেই সময় পিছন থেকে আসিড ছুঁড়ে পালিয়ে যায় এক দুষ্কৃতী।
মহিলাদের আর্তনাদে গ্রামবাসীরা এসে প্রথমে আক্রান্ত দুই মহিলাকে নিয়ে যায় চারঘাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। তাদের একজন হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, অন্যজনের অবস্থা আশঙ্কাজনক। তার চোখে মুখে অ্যাসিড লেগে বীভৎস পুড়ে যায়। ফলে তাকে আরজিকর হাসপাতালে রেফার করা হয়।
এই ঘটনায় চারঘাট পোতাপাড়া এলাকা থেকে পিন্টু লাল মুখার্জি নামের এক যুবককে মঙ্গলবার সকালে গ্রেফতার করে স্বরূপনগর থানার পুলিশ।
এরপর ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে মহামান্য আদালতের বিচারক অভিযুক্তকে তিন দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠায়।
পাশাপাশি ওই মহিলাদের সঙ্গে পরকীয়ার কোন সম্পর্ক আছে কিনা যুবকের বা দীর্ঘদিনের আলাপচারিতা, প্রেম-ভালোবাসা ছিল কিনা সেটাও তদন্তকারীর একবার দেখে নিতে চাইছে।
অন্যদিকে ওই যুবক অ্যাসিড কীভাবে মজুত করে পরিকল্পনা করেছিল বা এর পিছনে অন্য কোন কারণ আছে কিনা সেটাও তদন্ত করে দেখছে স্বরূপনগর থানার পুলিশ।