ব্রেকিং নিউজ রাজ্য

ডিভিসি বোর্ড থেকে ইস্তফা রাজ্যের দুই শীর্ষ আধিকারিকের

ডিভিসি-র দুই জলাধার থেকে জল ছাড়া নিয়ে শুরু হয়েছে কেন্দ্র-রাজ্যের মধ্যে তীব্র সংঘাত। গত শুক্রবার বাংলায় বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকে দুষে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে উল্লেখ করা হয়েছিল, বাংলার বিস্তীর্ণ অঞ্চলে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, তা ‘ম্যান মেড বন্যা’। তাঁর দাবি, ডিভিসি আরেকটু সতর্ক হলে এই পরিস্থিতি এড়ানো যেত।

এই বিতর্কের মাঝেই এবার ডিভিসি-র বোর্ড এবং ডিভিআরআরসি থেকে ইস্তফা দিলেন রাজ্যের দুই শীর্ষ আধিকারিক। জানা গিয়েছে, ডিভিসি বোর্ড থেকে পদত্যাগ করেছেন পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দফতরের সচিব শান্তনু বসু এবং ডিভিআরআরসি থেকে ইস্তফা দিয়েছেন রাজ্যের প্রতিনিধি তথা সেচ দফতরের প্রধান ইঞ্জিনিয়ার। ডিভিসি ছাড়াও জল কমিশন, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড সরকারের প্রতিনিধি নিয়ে এই কমিটি গঠিত।

শান্তনু বসুর দাবি, যেভাবে অপরিকল্পিতভাবে বাঁধের জল ছেড়ে রাজ্যের বন্যা পরিস্থিতি তৈরি করা হয়েছে, তারই প্রতিবাদে তাঁর এই পদত্যাগ।