ব্রেকিং নিউজ রাজ্য

করোনা আক্রান্ত রাজ্য স্বাস্থ্য দপ্তরের দুই শীর্ষ অধিকর্তা

গোটা বিশ্ব জুড়ে দাপিয়ে বেড়ানো মারণ ভাইরাস আবারো চোখ রাঙ্গানো শুরু করে দিয়েছে। প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের পর গোটা দেশের পরিসংখ্যান বলছে তৃতীয় ঢেউয়ের সময়কাল শুরু হয়ে গিয়েছে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের পর এবার করোনা আক্রান্ত হলেন রাজ্য স্বাস্থ্যদপ্তরের দুই শীর্ষ অধিকর্তা। স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী এবং শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য। তাদের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ। মৃদু উপসর্গ থাকায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারা বাড়িতেই আইসোলেশনে রয়েছেন।

এছাড়াও সূত্রের খবর বলছে, স্বাস্থ্যভবনের আরও প্রায় ৫০ জন করোনায় আক্রান্ত। জেলার প্রতিটি স্বাস্থ্য দপ্তরে চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের মধ্যে অনেকেই কমবেশি আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডঃ ভারতী পারভীন পাওয়ার করোনায় আক্রান্ত হয়েছেন। জাতীয় স্বাস্থ্য মিশনের ডিরেক্টর সন্তোষ মোহনের শরীরেও থাবা বসিয়েছে করোনা।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই পরীক্ষা করোনা পজিটিভ। নিজেই টুইটারে জানিয়েছেন এ খবর। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলও কোভিড আক্রান্ত। এদিন নিজের সোশ্যাল মিডিয়ার পেজে এই খবর টুইট করে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, করোনা আটকাতে ১৫ জানুয়ারি পর্যন্ত রাজ্যে নতুন করে একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে। তবে পরিস্থিতি তাতে হাতের বাইরে চলে না যায় সেকারণেই আরও কড়া হতে পারে প্রশাসন। বৃহস্পতিবার ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে স্পষ্টভাবে এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।