বাংলাদেশ

পদ্মাপারে করোনায় মৃত্যু দু’‌হাজার ছাড়াল

পদ্মায় এখন ইলিশের জলকেলি চলছে। কিন্তু দুঃখের খবর, গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫৫ জনের মৃত্যু হল। এই নিয়ে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২,০৫২ জনের মৃত্যু হল। ফলে দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত মানুষের সংখ্যা দু’‌হাজার ছাড়াল। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৭৩৮ জনের করোনায় আক্রান্ত হয়েছে। মোট করোনা আক্রান্ত হয়েছে ১ লাখ ৬২ হাজার ৪১৭ জনের।
করোনায় মৃত্যুর সংখ্যা দু’‌হাজার ছাড়িয়ে যাওয়ায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানার দাবি, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৮৮টি নমুনা পরীক্ষা করে এই ফলাফল মিলেছে। শনিবার দেশে করোনায় ৩ হাজার ২৮৮ জন আক্রান্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ২৯ জন।
বাংলাদেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ৮ লাখ ৬৪ হাজার ৬২টি নমুনা। ১৩ হাজার ৯৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। আগের দিন ১৪ হাজার ৭২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। দেশে ৭১টি ল্যাবের (পরীক্ষাগার) মধ্যে ৬৪টির পরীক্ষার ফল পাওয়া গিয়েছে। উল্লেখ্য, ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। তবে চিনের প্রতিনিধিদল আসার পর থেকেই বাংলাদেশে করোনায় মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করেছে বলে অনেকের ধারণা।