রাত থেকেই উপত্যকায় চলছে প্রচণ্ড গুলির লড়াই। জম্মু–কাশ্মীরের শ্রীনগরে মঙ্গলবার রাতেই জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই শুরু হয়ে যায়। সেখানে জঙ্গি প্রবেশ করেছিল বলে খবর।
বুধবার সকালেও চলছে গুলির লড়াই। গুলির শব্দে ঘুম ভাঙে উপত্যকাবাসীর। শেষ খবর পাওয়া পর্যন্ত নিরাপত্তারক্ষীদের হাতে আটক হয়েছে দুই জঙ্গি।
পুলিশ সূত্রে খবর, শ্রীনগরের নাওগাম এলাকার ওয়াগুরায় রাত থেকে গুলির লড়াই শুরু হয়। এরপরই গোটা এলাকাটি ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী। এখনও পর্যন্ত দু’জন জঙ্গি আটকে রয়েছে বলেই খবর। জম্মু–কাশ্মীর পুলিশের পক্ষ থেকেই এই ঘটনা টুইট করে জানানো হয়েছে।
সূত্রের খবর, মঙ্গলবার রাত থেকে গুলির লড়াই চলায় আরও জঙ্গি উপস্থিতির আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই ওই এলাকার সমস্ত প্রবেশ ও বেরনোর পথ আটকে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদেরও বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। সংঘর্ষস্থলে আরও জওয়ান পাঠানো হচ্ছে।
উল্লেখ্য, মার্চ–এপ্রিল মাসে অবন্তীপুরা ও সোপিয়ানে সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই হয়েছিল। সেই ঘটনায় তিন জঙ্গির মৃত্যু হয়, গুলিতে আহত হন এক জওয়ানও। তবে এদিনের ঘটনায় এখনও অবধি হতাহতের কোনও খবর মেলেনি। আটক জঙ্গিরা কোন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত, সে বিষয়েও কিছু জানা যায়নি।