দেশ ব্রেকিং নিউজ

দেশে ফিরল ইউক্রেনে আটকে থাকা ২ পড়ুয়া

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটকে রয়েছেন প্রচুর ভারতীয়। এই সমস্ত আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরাতে ভারত সরকারের উদ্যোগে শুরু হয়েছে অপারেশন গঙ্গা। ইউক্রেন- রাশিয়া যুদ্ধের দশম দিনে অনেক অংশেই সফল অপারেশন গঙ্গা। ধীরে ধীরে দেশে ফিরছেন ইউক্রেনে আটকে থাকা ভারতীয়রা।

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের নারায়নপুর এলাকার ডাক্তারি পড়ুয়া ছাত্রী ইউক্রেনে আটকে পড়ায় আতঙ্কে ছিল পরিবার। জয়িতা রায় নামে ওই ছাত্রী কিভ শহরের একটি মেডিকেল ইউনিভার্সিটির প্রথম বর্ষের ছাত্রী। বর্তমানে দিল্লি এসে পৌঁছেছে। দেশে পৌঁছে যাওয়ায় কিছুটা স্বস্তিতে বাবা দীপঙ্কর রায় ও মা মনোরমা রায়।

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হ‌ওয়ায় আটকে পড়ে ঐ ছাত্রী। ডাক্তারি পড়ুয়া ঐ ছাত্রী তার পরিবারকে জানায়, বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে প্রায় 200 ছাত্রী থাকে। যেদিন প্রথম যুদ্ধ শুরু হয় আমাদের হোস্টেলের বেসমেন্টের বাংকারে ঢুকিয়ে দেওয়া হয়। খাবার প্রায় শেষ, খাবার কেনার জন্য বাইরে যাওয়ার কোন অনুমতি নেই, কারণ যুদ্ধের জন্য সমস্ত দোকান বাজার বন্ধ। তবে যুদ্ধ শুরুর চারদিনের মাথায় ইউক্রেন সেনার সহযোগিতায় হাঙ্গেরি সীমান্ত দিয়ে বুদাপেস্ট এ ভারতীয় দূতাবাসে দুদিন কাটিয়ে বর্তমানে দিল্লিতে  এসে পৌঁছেছেন ওই ছাত্রী।

অন্যদিকে, বছর চারেক আগে ডাক্তারি পড়তে ইউক্রেনে গিয়েছিলেন নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার মাজদিয়া এলাকার বাসিন্দা অরিন্দম। কিন্তু ডাক্তার হওয়ার স্বপ্নে বাধ সাধলো যুদ্ধ। ডাক্তারি পড়া শেষ করা তো দুরের কথা প্রাণ হাতে নিয়ে বাড়ি ফিরতে পারবেন কিনা তা নিয়েই শুরু হয় সংশয়। অবশেষে বাড়ি ফেরেন তিনি । তার চোখে মুখে আতঙ্কের ছাপ। এখনও চোখে ভাসছে গোলা বর্ষণের ছবি । এদিন ছেলেকে কাছে পেয়ে খুশি পরিবার।

প্রসঙ্গত, গত মঙ্গলবার যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করতে যুদ্ধ বিমান সি-১৭ গ্লোবমাস্টার পাঠানোর নির্দেশ দেন মোদী সরকার। মঙ্গলবার থেকেই উদ্ধার শুরু করেছে যুদ্ধ বিমান সি-১৭ গ্লোবমাস্টার।