রাজ্য লিড নিউজ

Kalbaisakhi: জলে ডুবে মৃত দুই পড়ুয়া

ঝড়ের মধ্যে রোয়িং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল দুই পড়ুয়ার। মৃতদের নাম পূষণ সাধুখাঁ এবং সৌরদীপ চট্টোপাধ্যায়। দুজনেই শহরের একটি নামী বেসরকারি স্কুলের পড়ুয়া। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েও তাঁদের কোনো হদিশ পায়নি বিপর্যয় মোকাবিলা বাহিনী।

সুত্রের খবর, শনিবার বিকেলের পর ঘণ্টায় প্রায় ৯০ কিলোমিটার বেগে ঝড় বয়েছে কলকাতার উপর দিয়ে। প্রতিদিনের মতো এদিনও রবীন্দ্র সরোবরে চলছিল রোয়িং ক্লাবের প্রশিক্ষণ। সেসময় রবীন্দ্র সরোবরে রোয়িংয়ের অনুশীলন করতে জলে নেমেছিল চারজন পড়ুয়া। এরপরই প্রবল ঝড়ে তাঁদের নৌকা উল্টে গেলে দুজন জলে তলিয়ে যায়। কিন্তু বাকি দুজন কোনভাবে সাঁতরে পাড়ে পৌঁছান। এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে রবীন্দ্র সরোবর চত্বরে। প্রত্যক্ষদর্শীরা তড়িঘড়ি তাঁদের দেহ উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরাই তাঁদের মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে তাঁদের মধ্যে একজন কলকাতা পুলিশের এক শীর্ষ কর্তার ছেলে।

জানা গিয়েছে, মৃত ওই দুই ছাত্রের স্কুলে রবিবার রোয়িংয়ের প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। সেই কারণে এদিন অনুশীলনের জন্য রবীন্দ্র সরোবরে নেমেছিলেন ওই দুই পড়ুয়া। মোট পাঁচটি বোট এদিন জলে ভাসানো হয়েছিল। প্রতিটি বোটে চার জন করে ছিল। এরপর এদিন সাড়ে চারটে নাগাদ আচমকাই কালবৈশাখীর ঝড়ে ৫টি বোটই উল্টে যায়। তবে সকলেই সাঁতরে উপরে উঠে এলেও দীর্ঘক্ষণ জলে নিখোঁজ ছিল মৃত ওই দুই ছাত্র।