জওয়ানরা শ্রীনগরের উপকণ্ঠে টহল দিচ্ছিলেন। তখনই জঙ্গি হামলা। ছুটে এল ঝাঁকে ঝাঁকে গুলি। দুই জওয়ান ঘটনায় শহিদ হলেন।
শ্রীনগরের কাছে এইচএমটি এলাকায় জাতীয় সড়কে সেনারা নিয়মিত টহল দেয়। যাতে কনভয় সেখান দিয়ে নিরাপদে যেতে পারে। বৃহস্পতিবারও সেনার একটা দল সেই কাজটাই করছিল। আচমকা তাঁদের লক্ষ্য করে ছুটে আসতে থাকে ঝাঁকে ঝাঁকে গুলি। দুই জওয়ান গুরুতর জখম হন। পরে তাঁরা মারা যান।
সূত্র জানায়, জইশ জঙ্গিগোষ্ঠী ওই এলাকায় খুবই সক্রিয়। গাড়ি থেকে গুলি চালায় কয়েক জন জঙ্গি। তার পর পালিয়ে যায়। তাদের মধ্যে দু’জন পাকিস্তানি এবং এক জন স্থানীয় বলে জানা গেছে। তল্লাশি চলছে।